X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন সম্মাননা পেলেন সাইদা খানম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪২

এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন সম্মাননা পেলেন সাইদা খানম একুশে পদকপ্রাপ্ত দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানমকে আজীবন সম্মাননা দিয়েছে এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রয়াত সাংবাদিক এবিএম মূসার ৮৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আজীবন সম্মাননা ও স্মারক বক্তৃতা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘এবিএম মূসা ছিলেন একজন নির্ভীক সাংবাদিক। তাকে খুব কাছ থেকে দেখেছি। তিনি সত্যটা বলতে পারতেন। যেটা আমরা বলতে পারি না। শুধু তা-ই নয়, শেষ সময়ে এসে কলাম লিখে সরকারের বিরাগভাজন হয়েছিলেন তিনি। আমি মনে করি, মাঝে-সাঝে এমন হওয়াটাও দরকার।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘গণমাধ্যম কোনও বিচ্ছিন্ন সমাজ নয়। বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বহু ব্যর্থতা যদি থাকে তাহলে সংবাদপত্র এর থেকে মুক্ত হতে পারে না।’
গণমাধ্যমে কালো টাকার পুঁজি বেড়েছে, মালিক-সম্পাদকের সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ বেড়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করা এনজিওদের সঙ্গে জোট গঠন বেড়েছে। তাছাড়া কোনও বিশেষ রাজনৈতিক দল বা তাদের সহযোগী সংগঠনের কর্মীদের নিয়োগ প্রবণতা বেড়েছে। তবে এত কিছুর পরও মানবাধিকার প্রসারে গণমাধ্যম এ দেশে অনেক প্রতিষ্ঠানের চেয়ে বেশি গুরুত্ব রেখেছে।’ সাংবাদিকদের আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, এবিএম মূসার বড় মেয়ে মরিয়ম সুলতানা মূসা রুমা, ছোট মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শারমিন মূসা, এবিএম মূসার স্ত্রী সেতারা মূসা প্রমুখ।

/এইচএন/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা