X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

আগে বিজ্ঞপ্তি পরে অনুমোদন: ভিকারুননিসায় খণ্ডকালীন শিক্ষক-কর্মকর্তা নিয়োগ

এস এম আববাস
১৪ মার্চ ২০২০, ০৭:৫৬আপডেট : ১৪ মার্চ ২০২০, ০৭:৫৬

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ খণ্ডকালীন হিসেবে প্রায় ২০০ কর্মরত জনবল থাকলেও ফের খণ্ডকালীন শিক্ষক-কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ান। বিজ্ঞপ্তি প্রকাশের পর অভিযোগ উঠেছে—গভর্নিং বডির (জিবি) কয়েকজন সদস্যকে সন্তুষ্ট করতে আগে অনুমোদন না নিয়েই বিজ্ঞপ্তি দিয়েছেন অধ্যক্ষ। এখন বিজ্ঞপ্তি বৈধ করতে অনুমোদন নিতে জিবি’র বৈঠক ডাকা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি গভর্নিং বডির বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে অভিভাবক প্রতিনিধি (সংরক্ষিত মহিলা) অ্যাডভোকেট রীনা পারভীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈঠক হয়নি। সভাপতি স্যার নাকি আদেশ দিয়েছেন, সেজন্য বিজ্ঞপ্তি দিয়েছেন অধ্যক্ষ।’ শনিবারের (১৪ মার্চ) বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গভর্নিং বডিতে আলোচনা হয়েছে। অনেক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য হয়েছে। প্রত্যেক শাখা থেকে চাহিদা নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।’
তবে গভর্নিং বডির সভাপতি ঢাকার বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার মিটিং আছে। কতটি পদ শূন্য আছে তা মিটিং করে সিদ্ধান্ত নেবো। অনেকগুলো পদ শূন্য থাকায় ক্লাস হ্যাম্পার হচ্ছে। তবে বিজ্ঞপ্তি দেওয়াটার অনুমোদন আমরা করছি যাতে কাজ এগিয়ে থাকে।’
গভর্নিং বডির সভাপতির ভাষ্য অনুযায়ী, কতটি শূন্য পদ, তার হিসেব নেই জিবির কাছে। বৈঠকে আগে চূড়ান্ত করা হয়নি শূন্য পদ কতটি। অথচ অধ্যক্ষ কতিপয় জিবি সদস্যকে সন্তুষ্ট করতে শিক্ষক-কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছেন। গত ১০ মার্চ বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানের দেওয়া বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষক স্কুল শাখার জন্য বাংলা, ইংরেজি, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, পদার্থ বিজ্ঞান, রসায়ন, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষক এবং গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
কলেজ শাখার প্রদর্শক পদে পদার্থ ও গণিতে, রাসায়সন ও জীববিজ্ঞান এবং ল্যাব সহকারী পদে খণ্ডকালীন নিয়োগের কথা বলা হয়েছে। তবে কোন পদে কতজন নেওয়া হবে তার উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। শুধু স্কুল ও কলেজের জন্য কাউন্সেলের সাইকোলজিস্ট পদে দুই জন নিয়োগ দেওয়া হবে উল্লেখ করা হয়।
কলেজের শিক্ষক-কর্মচারী ও অভিভাবক ফেরামের পক্ষ থেকে বার বার অভিযোগ করা হয়েছে, যোগ্যতা না থাকলেও অনেককেই স্বজনপ্রীতি করে নিয়োগ দেওয়া হয়েছে। যখন যে কমিটি এসেছে সেই কমিটি তাদের নিজস্ব লোকজনকে নিয়োগ দিয়েছে। অনেকে এই নিয়োগে আর্থিক লাভবানও হয়েছেন।
তবে স্বচ্ছভাবে এই নিয়োগ হবে বলে দাবি করেছেন অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ান। আর যারা খণ্ডকালীন হিসেবে কাজ করছেন, তাদের মধ্য থেকে যারা যোগ্য তাদের খুব শিগরিই রেগুলার করা হবে বলেও উল্লেখ তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ নিয়ে বেশি মাতামাতি না করতে শান্তর অনুরোধ
বিশ্বকাপ নিয়ে বেশি মাতামাতি না করতে শান্তর অনুরোধ
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
দুর্গাসাগরে ডুবে পুণ্যস্নানে আসা কলেজছাত্রের মৃত্যু
দুর্গাসাগরে ডুবে পুণ্যস্নানে আসা কলেজছাত্রের মৃত্যু
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০