X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

পরিস্থিতি বুঝে স্কুল-কলেজ বন্ধে সিদ্ধান্ত: আইইডিসিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২০, ১৮:৩৯আপডেট : ১৪ মার্চ ২০২০, ২০:০৬

পরিস্থিতি বুঝে স্কুল-কলেজ বন্ধে সিদ্ধান্ত: আইইডিসিআর সার্বিক পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে স্কুল-কলেজ বন্ধে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন কী ব্যবস্থা নেবে সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষা অধিদফতর দুটি নির্দেশনা পাঠিয়েছে। শনিবার (১৪ মার্চ) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক এ কথা বলেন।
স্কুল-কলেজ বন্ধের বিষয়ে সিদ্ধান্ত কী হচ্ছে জানতে চাইলে অধ্যাপক মীরজাদী সেব্রিনা বলেন, ‘স্কুলগুলো যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নয়, তাই আমরা কেবল পরামর্শ দিতে পারি। সেখানে হাত ধোয়ার ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা সব স্কুল কর্তৃপক্ষকে বলবো, কারণ সাবান দিয়ে হাত ধোয়াই করোনা প্রতিরোধের সর্বোত্তম পন্থা।’
তিনি বলেন, ‘আমরা এখনও স্কুল-কলেজ বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নিইনি, এখনও আমরা বলতে চাই, বাংলাদেশের সংক্রমণ কিন্তু সেভাবে নেই, যে তিনজন সংক্রমিত ছিলেন তারাও কিন্তু নেগেটিভ হয়ে গেছেন।’

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয়। তবে পরামর্শ দিয়েছি যাতে ভ্রমণগুলো সীমিত করা হয়, আর যেকোনও ভ্রমণই নিরুৎসাহিত করা হচ্ছে। আমরা সতর্ক থাকার জন্য সবাইকে সেলফ কোয়ারেন্টাইনে রাখছি এবং যাদের মধ্যে লক্ষণ-উপসর্গ দেখা যাচ্ছে তাদের থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে।’
জামাতে নামাজ পড়ার বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে তাদের কথা হয়েছে জানিয়ে অধ্যাপক মীরজাদী বলেন, ‘এ বিষয়েও আমরা অনুরোধ করেছি, কেবল কোভিড-১৯-এর সংক্রমণ নয়, যাদের মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণের কোনও উপসর্গ, যেমন হাঁচি, কাশি, সর্দি, গলাব্যথা, শ্বাসকষ্ট যদি থাকে তারা যেন জামাতে না গিয়ে বাড়িতে নামাজ পড়েন। এ পরামর্শ আমরা মন্ত্রণালয়কে দিয়েছি।’ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, যখন যে সিদ্ধান্ত প্রয়োজন হবে, তখন সেটা নেওয়া হবে বলে জানান তিনি।

/জেএ/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন