X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জামাদি নিশ্চিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২০, ২২:৪৮আপডেট : ১৯ মার্চ ২০২০, ২২:৫৫




করোনা প্রতিরোধী পোশাকে চিকিৎসকরা করোনা ভাইরাস মোকাবিলায় চিকিৎসকদের যথাযথ সুরক্ষা সরঞ্জামাদি নিশ্চিতের দাবি জানিয়েছে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এম এইচ ফারুকী।

মূল প্রবন্ধ উপস্থাপনে ডা. ফারুকী বলেন, গত সপ্তাহে প্রায় ১৫ হাজার যাত্রী কোভিড-১৯ আক্রান্ত দেশসমূহ থেকে বাংলাদেশে এসেছেন। অথচ মাত্র দুই হাজার পাঁচশ' জন বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক পরিচালক অধ্যাপক মাহমুদুর বহমানের মতে, ‘বাংলাদেশে কোনও পদ্ধতিই ঠিকমতো কাজ করছে না। বাংলাদেশে প্রস্তুতি এবং কার্যক্রম এখন পর্যন্ত একমাত্র আইইডিসিআর’র হাতে। এই রোগ নির্ণয়ের সুবিধা সম্বলিত আরও কয়েকটি ল্যাবরেটরি এই মুহূর্তে বাংলাদেশে আছে। আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) তাদের মধ্যে অন্যতম। কিন্তু সরকার তাদের কোভিড-১৯ শনাক্তের অনুমতি দেয়নি। এতে করে জনগণের দুর্ভোগ বেড়েছে এবং আক্রান্তের সংখ্যা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে।

অনুষ্ঠানে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এম এইচ চৌধুরী লেলিন বলেন, গত ৩-৪ দিনে অনেক রোগী এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালের দৌড়াচ্ছেন। জাতীয়ভাবে আমরা ভয়ানক একটি সংকটের মধ্যে আছি। এই অবস্থা হওয়ার কথা না। আমরা দাবি করবো যাদের কোয়ারেন্টিনের দরকার তাদেরকে ‘হোম’ কোয়ারেন্টিনের নামে ফাজলামির দরকার নেই। যেখানে মানুষের যাতায়াত কম, সমাগম কম, সেখানে আলাদাভাবে অস্থায়ী তাবু লাগিয়ে অথবা কোনও বড় ভবন খালি করে সেখানে কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হোক।

সংবাদ সম্মেলন এসময় কতগুলো দাবি তুলে ধরে বলা হয়- অনতিবিলম্বে সরকারি প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে থাকা বিলবোর্ড সমূহে জনসাধারণের জন্য দিক নির্দেশনামূলক প্রচারণা চালানো, আক্রান্ত দেশসমূহ থেকে আগত বাংলাদেশিদের তালিকা নিয়ে সন্দেহজনক এলাকা সমূহে নিবিড়ভাবে রোগী শনাক্তকরণ পরীক্ষার ব্যবস্থা করা, সব বিভাগীয় এবং পর্যায়ক্রমে ও প্রয়োজন অনুযায়ী জেলা হাসপাতালগুলোতে একই সঙ্গে কোভিড-১৯ এর দ্রুত পরীক্ষা এবং চিকিৎসা সুবিধা চালু করা এবং সমন্বিত করা, চিকিৎসক, নার্সদের নিরাপত্তায় পর্যাপ্ত বিশেষভাবে প্রস্তুত সুরক্ষা সরঞ্জামাদি (হাত মোজা, গগলস, মাস্ক, অ্যাপ্রোন, সাবান, স্যানিটাইজার ইত্যাদি) প্রাপ্তি নিশ্চিত করতে হবে, স্বাস্থ্যসেবা কর্মী, রোগী ও সম্ভাব্য রোগী পরিবহনের জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ও গাড়ির ব্যবস্থা করতে হবে, কোয়ারেন্টিন ও আইসোলেশনের ক্ষেত্রে আইনৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পদক্ষেপ ও অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে, সরকারি কোয়ারেন্টিন কেন্দ্রসমূহের পরিবেশ ও ব্যবস্থাপনা উন্নত করতে হবে, পাশাপাশি কোয়ারেন্টিনের আওতায় থাকা ব্যক্তিদের খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে, হটলাইনের সংখ্যা বাড়ানো এবং জনগণের সব তথ্যপ্রাপ্তি সহজ এবং দ্রুততার জন্য ব্যবস্থা গ্রহণ করা, সব স্তরের জনপ্রতিনিধিদের আবারও দ্রুততার সঙ্গে ও ব্যাপকভাবে জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রমে সম্পৃক্ত করা এবং পর্যাপ্ত পরিমাণে রোগ নির্ণয় কিট সংগ্রহ ও সরবরাহ নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এম আবু সাঈদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম, জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ডা. ফয়জুল হাকিম লালা, ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. হারুন অর রশীদ প্রমুখ।

/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়