X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

করোনায় অনিরাপদ ভোটকেন্দ্র

রাফসান জানি ও সাদ্দিফ অভি
২১ মার্চ ২০২০, ১৪:০৫আপডেট : ২২ মার্চ ২০২০, ১৭:২০

করোনা আতঙ্কের মধ্যে চলছে ভোটগ্রহণ করোনা ভাইরাস থেকে সুরক্ষা দিতে শুধু হ্যান্ড স্যানিটাইজার আর টিস্যু পেপার ছাড়া আর কিছুই নেই ভোট কেন্দ্রে। তাই খালি হাতে এবং মাস্ক ছাড়াই ভোট গ্রহণ চলছে ঢাকা ১০ আসনের উপনির্বাচনে। শনিবার (২১ মার্চ) সকালে কয়েকটি কেন্দ্র ঘুরে এই চিত্র দেখা যায়। রিটার্নিং কর্মকর্তার বলছেন, নির্বাচন কমিশন থেকে এর বাইরে কিছুই দেওয়া হয়নি। কিছু কেন্দ্রে নিজেদের উদ্যোগে মাস্ক ব্যবহার করলেও নেই হ্যান্ড গ্লাভস।

করোনা ভাইরাসের শঙ্কার মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন। নির্বাচন কমিশন ভোটারদের করোনা থেকে সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা রাখার কথা বললেও বস্তুত তা হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু ও সচেতনতামূলক ব্যানারের মধ্যেই সীমাবদ্ধ।

ভোট দেওয়ার পর একজন তরুণ ভোটার (ছবি: নাসিরুল ইসলাম) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পক্ষ থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকার কথা জানিয়েছে। এছাড়া সংক্রমণ রোধে সচেতনতা হিসেবে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুধু হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু ও সতর্কতামূলক ব্যানার দেওয়া হয়েছে।

শনিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর পর থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, কোনও কেন্দ্রেই দেওয়া হয়নি মাস্ক এবং গ্লাভস। ভোটাররা ভোট দিয়ে আসার পর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলা হচ্ছে কেন্দ্রগুলোতে।

ধানমন্ডি হাই স্কুল কেন্দ্রের ভোটার পারভীন জানান, তিনি ভোট দিয়ে বের হওয়ার পর তাকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়। তবে করোনা আতঙ্কের মধ্যে ভোট আয়োজন করায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

একটি ভোটকেন্দ্র (ছবি: নাসিরুল ইসলাম) ধানমন্ডি হাই স্কুলের ৫৬ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মনসুর আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা নিজ উদ্যোগে মাস্ক ও হ্যান্ড গ্লাভসের ব্যবস্থা করেছি। তবে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেওয়া হলে ভালো হতো। নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে কতজন লোক এখানে কাজ করবে। সেই অনুযায়ী ব্যবস্থা করার দরকার ছিল। আমার কাছে অনেক পলিং অফিসার গ্লাভস, মাস্ক চেয়েছেন। আমি বলেছি, এগুলো ইসি থেকে দেয়নি।’

কিছুটা অনিরাপদ উল্লেখ করে তিনি বলেন, ‘করোনা ভাইরাস যেহেতু ছোঁয়াচে, ভয় তো আছে। আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যায় না। অনেকেই আক্রান্ত হয়েছেন। সেক্ষেত্রে এগুলা থাকলে নিরাপদ বোধ করতাম । নির্বাচন কমিশন থেকে দেওয়া উচিত ছিল। কেউ কেউ ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন, কেউ কেউ করছেন না।’

অন্যদিকে ধানমন্ডি ৭/এ এলাকায় ডক্টর মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের কেন্দ্রে দেখা গেছে ভোটার উপস্থিতি অনেক কম। এই কেন্দ্রের পোলিং অফিসাররা কেউ কেউ খালি হাতে শুধু মাস্ক পরে দায়িত্ব পালন করছেন। আবার অনেকেই মাস্ক পরেননি।

 ভোটগ্রহণ চলছে (ছবি: নাসিরুল ইসলাম) এই কেন্দ্রের একজন পোলিং অফিসার জানান, ভোটার ভেরিফাই করার সময় কারও কারও ফিঙ্গার মেশিনে ঠিকমতো বসাতে আমাদের হাত ধরে সহযোগিতা করতে হয়। আবার আঙুলে কালি লাগাতে গেলেও ধরা লাগে। আমাদের কাছে গ্লাভস নেই, তাই কিছুটা উদ্বিগ্ন আছি।

এই প্রতিষ্ঠানের ৩৮ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো কাইয়ুম বলেন, ‘গ্লাভস, মাস্ক ইসি দেয়নি। ইসি দিয়েছে শুধু হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু, টাওয়াল এগুলো।’

পান্থপথের লেক সার্কার্স বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুস্তাক মাহমুদ খান জানান, তার কেন্দ্রে গ্লাভসের ব্যবস্থা নিজ উদ্যোগে করেছেন।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়