X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ সিপিডি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২০, ১৮:১১আপডেট : ২১ মার্চ ২০২০, ২০:৪৪

স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ সিপিডি’র করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধসহ অন্যান্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারকে স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শনিবার (২১ মার্চ) দুপুরে ‘করোনা ভাইরাসের স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি এবং করণীয়’ শীর্ষক ভার্চুয়াল ব্রিফিংয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এ পরামর্শ দেন। এই ব্রিফিং সিপিডি’র ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে লাইভ করা হয়।
ফাহমিদা খাতুন বলেন, পাঁচটি মূল খাতের ওপর করোনা ভাইরাস প্রভাব ফেলবে। এগুলো হলো—আমদানি-রফতানি খাত, সরবরাহগত পরিবর্তনে সমাজে বিশৃঙ্খলা, স্বাস্থ্য, সরকারি অর্থায়ন ও সরকারের মূদ্রানীতি।
তবে এসব খাতের মধ্যে স্বাস্থ্য খাতে সরকারকে ব্যয় বাড়াতে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘এখনই স্বাস্থ্যগত বিষয়ে মনোযোগ দিতে হবে। আর কিছু স্বাস্থ্যগত বিষয়ে সামনের দিনের জন্য মধ্যমেয়াদি সিদ্ধান্ত গ্রহণে মনোযোগী হতে হবে। আমরা স্বাস্থ্য খাতকে সবসময় অবহেলার চোখে দেখেছি। জিডিপির মাত্র ১ শতাংশ এই খাতে ব্যয় করে থাকি।’
সিপিডি নির্বাহী পরিচালক বলেন, ‘সম্প্রতি করোনা আমাদের দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য খাতে এ ধরনের মহামারি প্রতিরোধে হাসপাতাল, ডাক্তার, নার্স আর মেডিক্যাল সরঞ্জাম কতটা অপ্রতুল। তাই স্বাস্থ্য খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ নীতি-নির্দেশনা গ্রহণ করা জরুরি।’
তিনি বলেন, দেশের বেশকিছু মেগা প্রকল্পের মধ্যে ১৩টিতে চীন অর্থায়ন করছে। এগুলোর কার্যক্রম ধীরগতির হয়ে এসেছে। এর ফলে সামগ্রিকভাবে বাৎসরিক উন্নয়ন কর্মগতি ২০২০ সালে ধীরগতিতে এগোতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র রিসার্চ ফেলো তাওফিকুল ইসলাম খান, প্রফেসর মোস্তাফিজুর রহমান, ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।

/বিআই/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?