X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বাসায় থাকার পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২০, ২২:০১আপডেট : ২২ মার্চ ২০২০, ২২:৫২

করোনাভাইরাস: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বাসায় থাকার পরামর্শ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) সভাপতি শেখ কবির হোসেন। করোনাভাইরাস সংক্রান্ত চলমান পরিস্থিতিতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

রোববার (২২ মার্চ) এপিইউবির পরিচালক (যোগাযোগ) বেলাল আহমেদের স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের ফলে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) করোনাভাইরাস সংক্রমণকে মহামারি হিসেবে ঘোষণা করেছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে পূর্ব সতর্কতা হিসেবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের সুরক্ষায় সংশ্লিষ্ট সবার কার্যকর ভূমিকা পালন করা উচিত। বিশেষ করে, শিক্ষার্থীদের নিরাপদ অবস্থান ও সতর্ক থাকা জরুরি। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাকে ছুটি হিসেবে গণ্য করে শিক্ষার্থীদের যত্রতত্র ঘুরে বেড়ানো বিপজ্জনক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষার জন্য নিজের ও পরিবারের তথা সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে শিক্ষার্থীদের বাড়িতে অবস্থান, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, গুজবে কান না দেওয়াসহ সরকারি নির্দেশনা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ যথাযথভাবে মেনে চলা অত্যাবশ্যক। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে মোবাইল ফোনে এসএমএস, ইলেকট্রনিক মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সরকারি নির্দেশনা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার বার্তা পাঠানো যেতে পারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে শেখ কবির হোসেন আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট প্রতিবেশীদের সামর্থ্য অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজার, লিকুইড সোপ সরবরাহের উদ্যোগ গ্রহণ এবং সম্ভাব্য ক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের দল গঠনের মাধ্যমে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনে সহযোগিতা করতে পারে। সেক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের সুরক্ষা বজায় রেখে কাজ করতে হবে। চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাঠদানের বিষয়টি প্রয়োজনীয় ক্ষেত্রে অনলাইনে লাইভ ক্লাস অথবা ভিডিও টিউটোরিয়াল পাঠানোর মাধ্যমে করা যেতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষা ও নিরাপদ অবস্থান নিশ্চিত করার ক্ষেত্রে অত্যাবশ্যকীয় এবং জরুরি সেবাগুলো বিকল্প ব্যবস্থায় করা যেতে পারে। সবার সম্মিলিত প্রচেষ্টায় যেকোনও দুর্যোগ সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী