X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

করোনায় দায়িত্বরত সাংবাদিক-পুলিশদের অফিস খরচে নিরাপত্তা সরঞ্জাম দেবেন: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২০, ১৪:৩৮আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৪:৫৩

 

সুপ্রিম কোর্ট যেসব সাংবাদিক, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য করোনা পরিস্থিতির মধ্যেও কাজ করছেন, তাদের নিরাপত্তার লক্ষ্যে নিরাপদ পোশাক ও আনুসঙ্গিক সরঞ্জাম (পিপিই) দ্রুততম সময়ের মধ্যে স্ব স্ব দফতরের খরচে কিনে সরবরাহ করা হবে বলে আশা প্রকাশ করেছেন হাইকোর্ট। সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মালিক পক্ষ নিজ নিজ খরচে তাদের সাংবাদিকদের নিরাপদ পোশাক ও আনুসাঙ্গিক সরঞ্জাম দ্রুত সরবরাহ করবেন বলে হাইকোর্ট মন্তব্য করেছেন।

এ সংক্রান্ত রিট নিষ্পত্তি করে বুধবার (২৫ মার্চ) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী মো. জে আর খান রবিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

এর আগে গত ২৩ মার্চ করোনা সংক্রমণ মোকাবিলায় দায়িত্বরত সাংবাদিক, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এছাড়াও রিটে ডায়াগনস্টিক সুবিধার এবং কোয়ারেন্টিন ও চিকিৎসা সেবা বৃদ্ধির নির্দেশনা চাওয়া হয়। আইনজীবী মো. জে আর খান রবিন জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব, তথ্য মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের মহা ব্যাবস্থাপক, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের চেয়ারম্যান,  পুলিশের আইজি, আইইডিসিআর পরিচালক এবং আইসিডিডিআরবি সহ মোট ১১ জনকে বিবাদী করা হয়।



/বিআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা