X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যেসব ছাত্র সংগঠন

সিরাজুল ইসলাম রুবেল
৩০ মার্চ ২০২০, ১৪:৪৬আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৪:৪৯

অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যেসব ছাত্র সংগঠন

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ রয়েছে সরকারের৷এমন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে অল্প আয়ের মানুষরা৷ অসহায় এসব মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন৷

দেশের সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় ছাত্রসমাজের ভূমিকা বরাবর প্রশংসনীয় ছিল বলে অতীত ইতিহাস খুঁজলে পাওয়া যাবে৷ এবারও তার ব্যতিক্রম নয়।

করোনা ভাইরাস প্রতিরোধে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিপদগ্রস্ত মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক,সাবান এবং খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়াচ্ছে ছাত্র সংগঠনগুলো৷

এছাড়াও জনসচেতনা বৃদ্ধিতে মাইকিং করা,লিফলেট বিতরণ ইত্যাদি কাজ করছে তারা৷ তবে এক্ষেত্রে কঠোরভাবে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনেই এসব কাজ করা হচ্ছে বলে জানান তারা৷

শুরু থেকেই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে মানুষের মধ্যে বিনা মূল্যে বিতরণ করেছে ছাত্র ইউনিয়ন৷ সংগঠনটির সাধারণ সম্পাদক অনিক রায় জানান, এখনও পর্যন্ত সারাদেশে ৭০ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে তারা৷ এরমধ্যে ঢাকায় করেছে ৪০ হাজার। এছাড়া, এক হাজার অসহায় মানুষকে এক মাসের খাদ্য সামগ্রীও ও মাস্ক দেবে তারা৷  এক্ষেত্রে বিভিন্ন পেশার মানুষ আর্থিকভাবে ছাত্র ইউনিয়নকে সহযোগিতা করছে বলে জানান তিনি৷

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জানিয়েছেন, শুরু থেকে  জনসচেতনতামূলক কর্মসূচি নিতে সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি৷ ছাত্রলীগ হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক বিতরণ এবং খাদ্য সামগ্রী বিতরণ করছে বলে জানান তিনি৷

অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যেসব ছাত্র সংগঠন

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার সাবান,মাস্ক এবং খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি তাদের চলমান রয়েছে৷’

জানতে চাইলে ডাকসুর সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ডাকসুর উদ্যোগে জিএস গোলাম রাব্বানী হ্যান্ড স্যানিটাইজার এবং ম্যাস্ক বিতরণ করেছেন৷ এছাড়া অন্য সদস্যরা নিজেদের উদ্যোগে কাজ করছেন৷ আর যারা নিজ নিজ এলাকায় চলে গেছেন, তারা সেখানে কাজ করছেন৷ পরিস্থিতি আরও খারাপ হলে যদি সাধারণ ছুটি আরও বাড়ানো হয়— তখন সাধারণ মানুষের কষ্ট হয়ে যাবে৷ সে সময় ডাকসুর উদ্যোগে আরও কর্মসূাচ গ্রহণ করা হবে৷'

অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যেসব ছাত্র সংগঠন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল জানান, তারা ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৪০০ লোকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন৷ এছাড়াও রাজধানীর বিভিন্ন বস্তিতে তাদের এ কর্মসূচি চলমান রয়েছে৷

তবে জনসমাগম এড়িয়ে এসব কাজ করা হচ্ছে বলে জানান তিনি৷

ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিদিন ভাসমান মানুষদের রান্না করে খাবার দিচ্ছেন৷ এছাড়াও অসহায় মানুষের তালিকা করে তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন তিনি৷ ডাকসুর সদস্য হলেও এ কাজের জন্য কোনও বাজেট দেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন,‘আমি শুরু থেকেই রিকশাচালকদের মধ্যে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি৷ এসব কাজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজ উদ্যোগে করছি৷’

অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যেসব ছাত্র সংগঠন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ও ডাকসুর ভিপি নুরুল হক নুর জানিয়েছেন, তার সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা সারাদেশে  হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করেছেন৷’ 

এদিকে, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন,‘যারা আয়হীন মানুষ তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করবো৷ এজন্য একটি টিম গঠন করা হয়েছে৷’

ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, 'ডাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেসব ভাসমান অসহায় মানুষ রয়েছে, তাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি৷ কয়েক ধাপে এটি চলমান থাকবে।’ এর জন্য ডাকসুর ফান্ড থেকে টাকা না নিয়ে ব্যক্তিগত উদ্যোগে কাজ করেছেন বলে জানান তিনি৷

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা