X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফেরত পাঠাতে আরেকটি চার্টার্ড ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২০, ২২:১৭আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০৯:১৫

যুক্তরাষ্ট দূতাবাস বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের আরও কিছু নাগরিককে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটির ঢাকাস্থ দূতাবাস। এজন্য আরেকটি উড়োজাহাজ ভাড়া করা হয়েছে। তবে ফ্লাইটটি কবে রওনা হবে তা এখনও নিশ্চিত হয়নি। বুধবার (১ এপ্রিল) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের বিশেষ একটি ফ্লাইটে ২৬৯ জন যুক্তরাষ্ট্রের নাগরিক ওয়াশিংটন ডিসির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য দূতাবাসের ওই বার্তায় বলা হয়েছে, যারা দেশে ফিরে যেতে ইচ্ছুক তারা যেন আগামীকাল বৃহস্পতিবারের (২ এপ্রিল) মধ্যে নির্দিষ্ট এক ফরম পূরণ করে তাদের আগ্রহ প্রকাশ করেন।

ওই বার্তায় আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশে ফেরত পাঠানোর জন্য দূতাবাস তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে আরেকটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করছে। দেশে ফিরতে আগ্রহীদের সম্পূর্ণ তথ্য পাওয়া গেলে পরবর্তী ফ্লাইটের সময়সূচি নির্ধারণ করা হবে।’

বার্তায় আরও বলা হয়, ‘অনেকে আগে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু আমরা অনুরোধ করছি আগামী ২ এপ্রিল রাত আটটার মধ্যে দেশে ফিরতে ইচ্ছুক প্রত্যেক সদস্যকে ফরম পূরণ করার জন্য।’

এতে বলা হয়েছে, চার্টার্ড ফ্লাইটে শুধু যুক্তরাষ্ট্রের নাগরিক এবং বিশেষ ক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্টরা যেতে পারবেন এবং ফেরত যাওয়ার খরচ যাত্রীদের বহন করতে হবে। তবে কত টাকা খরচ হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না জানিয়ে বার্তাটিতে বলা হয়, বিমানে ওঠার আগে প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে একটি নোটে সই করতে হবে এবং পরবর্তীতে এই অর্থ ফেরত দিতে হবে। কোনও অবস্থাতেই বিমানবন্দরে ক্রেডিট কার্ড বা নগদ অর্থে এই ফ্লাইটের টাকা পরিশোধ করা যাবে না। যারা এই ঋণ সুবিধা নিয়ে দেশে ফেরত যাবেন তাদের পাসপোর্ট বাতিল হবে না। কিন্তু, ঋণ পরিশোধ না করলে তারা নতুন পাসপোর্ট পাবেন না বলেও জানানো হয় ওই বার্তায়।

চার্টার্ড ফ্লাইটটির চূড়ান্ত গন্তব্য অর্থাৎ যুক্তরাষ্ট্রের কোথায় যাবে সেটিও এই মুহূর্তে বলতে পারছে না দূতাবাস। তবে বলা হয়েছে, যে রাজ্যেই পৌঁছাক না কেন সেখান থেকে যাত্রীরা নিজেদের ব্যবস্থায় স্ব-স্ব গন্তব্যে যাবেন।

বার্তাটিতে আরও বলা হয়, ‘যারা গত ১৪ দিনের মধ্যে বাংলাদেশে এসেছেন বা কভিড-১৯ আক্রান্ত হয়েছেন এবং সেরে উঠছেন তারা কোয়ারেন্টিন মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যেতে পারবেন না। এছাড়া যাদের শরীরে জ্বর আছে তারাও যাত্রা করতে পারবেন না।’

৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ২৬৯ যুক্তরাষ্ট্রের নাগরিক, কূটনীতিক ও পর্যটক। সঙ্গে ৭টি কুকুরও নিয়ে গেছেন তারা।

এর আগে, বাংলাদেশ ত্যাগ করেছেন ৩৬৪ জন মালয়েশিয়ান ও ভুটানের নাগরিক। ২৫ মার্চ রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার নাগরিকরা ঢাকা ত্যাগ করেন। ওই ফ্লাইটে মালয়েশিয়া দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ দেশটির মোট ২২৫ জন নাগরিক ছিলেন।

অন্যদিকে, ২৬ মার্চ সকালে দ্রুক এয়ারের দুটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ১৩৯ জন ভুটানের নাগরিক। ওই দুটি ফ্লাইটে ঢাকায় কর্মরত ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরা ছিলেন।

/এসএসজেড/টিএন/এমওএফ/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা