X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গৃহহীনরা কীভাবে হোম কোয়ারেন্টিনে থাকবেন?

শাহেদ শফিক
০২ এপ্রিল ২০২০, ১৬:০০আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৯:২৮

ওভারব্রিজে বসবাস প্রাণঘাতী করোনা ভাইরাসের জীবাণু শরীরে প্রবেশ করার পরপরই তার উপসর্গ দেখা দেয় না। তাই করোনা আক্রান্ত দেশ ঘুরে আসার পর বা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পরই হতে পারে এ ভাইরাসের সংক্রমণ। এজন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রথমে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের পরামর্শ দেওয়া হচ্ছে। মূলত কোনও ব্যক্তি আক্রান্ত কিনা, তা পরিষ্কার হতেই সময় লাগে সপ্তাহের বেশি। আর এজন্যই থাকতে হয় হোম কোয়ারেন্টিনে। 

এ থেকে বাদ যাচ্ছে না গৃহহীন মানুষও। তাদেরও কোনও না কোনোভাবে এমন ব্যক্তিদের সংস্পর্শে যাওয়া বা এ ভাইরাসে আক্রান্তের সম্ভাবনা থাকছে। কিন্তু যেসব মানুষের ঘর নেই, তাদের কোয়ারেন্টিন কীভাবে নিশ্চিত করা হবে, সে বিষয়ে কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না। তবে সিটি করপোরেশন বলছে, কেউ আগ্রহ প্রকাশ করলে তারা ব্যবস্থা করবেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব বলছে, শুধু রাজধানী ঢাকায় ৫০ হাজারের বেশি ভাসমান মানুষ রয়েছে। বেসরকারি হিসাবে এ সংখ্যা কয়েক গুণ বেশি। সংশ্লিষ্টরা বলছেন, ভাসমান এই মানুষগুলোর থাকার  জায়গা নেই। করোনা পরিস্থিতিতে এই মানুষগুলোও ঝুঁকিতে। তাদের কেউ আক্রান্ত হলে খুব দ্রুত অন্যদের মধ্যেও এই রোগ ছড়িয়ে যেতে পারে।

রাস্তার পাশে গৃহহীনদের বসবাস বুধবার (১ এপ্রিল) কাওরান বাজারে কথা হয় সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের সঙ্গে। তিনি জানান, গত এক সপ্তাহের বেশি সময় ধরে সর্দি, কাশি ও জ্বরে ভুগছেন। তিনি চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলে ডাক্তার তাকে প্রাথমিক ওষুধ দিয়ে হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছেন। কিন্তু তিনি জানান, তার কোনও ঘর নেই। তাহলে তিনি কীভাবে হোম কোয়ারেন্টিন পালন করবেন।

শান্তিপুর এলাকার অপর এক নারী জানান, তিনি দিনে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করেন। তিনি কাজ করেন এমন এক বাসায় বিদেশফেরত প্রবাসী রয়েছেন। এটা শোনার পর অনেকেই তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলছে। কিন্তু তিনি একটি কর্মজীবী নারী হোস্টেলে থাকেন। সেখানে কোয়ারেন্টিনের সুযোগ নেই। তাহলে তিনি কীভাবে কোয়ারেন্টিনে থাকবেন?

ঢাকার দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, রাজধানী ঢাকার গৃহহীনদের জন্য তাদের পক্ষ থেকে কোয়ারেন্টিনের কোনও ব্যবস্থা করা হয়নি। তবে গৃহহীন মানুষের কেউ যদি আবেদন করেন, তাহলে সিটি করপোরেশন ব্যবস্থা করবে বলেও জানান সংস্থাটির কর্মকর্তারা।

ফুটপাতে জীবনযাপন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, এমন যদি কেউ থাকেন যার ঘর নেই কিন্তু তাকে কোয়ারেন্টিনে থাকতে হবে, তাহলে আমাদের কাছে আবেদন করলে ব্যবস্থা করবো।

অপরদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, কারও গৃহ নেই এটা ওই অর্থে ঠিক না। কারণ সে তো কোথাও না কোথাও থাকে। হয়তো ভাড়া বাসায় থাকেন না হয় বস্তিতে। যেখানেই থাকুক তার তো একটা নির্দিষ্ট জায়গা আছে। কোয়ারেন্টিনের প্রয়োজন হলে সে সেখানে অবস্থান করতে পারে। আর সহযোগিতা লাগলে সিটি করপোরেশন আছে। সরকারও সহযোগিতা করবে। এখন পর্যন্ত কেউ তো আমাদের কাছে সহযোগিতা চায়নি।

/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের