X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ঢাবির ছুটি আবারও বাড়লো, করোনা সচেতনতায় কাজ করতে বললেন ভিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২০, ২০:২১আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২০:৩৩

ড. আখতারুজ্জামান করোনা পরিস্থিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছুটি ৯ এপ্রিল থেকে বাড়িয়ে ১১ এপ্রিল করা হয়েছে৷ এ ছুটির মধ্যে করোনা প্রতিরোধে নিজ নিজ এলাকায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাবির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান৷

তিনি বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১১ এপ্রিল পর্যন্ত আমাদের অফিসের সব কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি সেবাদান চলবে৷'

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যে যেখানে থাকবে, সেখানে যেন সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করে৷ তারা যেন সব ধরনের ইটিকেট এবং ব্যক্তিগত স্বাস্থবিধি মেনে চলে৷ এছাড়াও তারা যেন এসব বিষয়ে অন্যদেরও উদ্বুদ্ধ করে৷ আমি তাদের বার্তা দিতে চাই, “তোমরা যে যেখানে আছো, সেখানেই নেতৃত্বদানকারী মডেল হিসেবে ভূমিকা পালন করো৷” আমাদের ছেলে-মেয়েরা গ্রামীণ জনপদ থেকে আসা৷ তাদের সবাই ভালো চোখে দেখে। মানবিক বোধে তারা আদর্শ স্থানীয়৷ তাদের কথা মানুষ ভালোভাবে নেবে৷'

নাবিল প্রসঙ্গে

ভোলাতে সাংবাদিকের ওপর হামলা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাবিল হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ৷ বৃহস্পতিবার আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন৷ তার বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘সে যে কাজ করেছে তা অপরাধমূলক৷ কেউ অপরাধে জড়িত হলে আইন তার নিজস্ব গতিতে চলবে৷ আমাদের শিক্ষার্থীদের বলবো, “তোমরা নৈতিকতা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কোনও কাজে জড়িত হবে না৷” নাবিলের বিষয়েও তাই৷ তার অপরাধের তথ্যগুলো আমাদের কাছে আসলে আইনের আলোকে যথাযথভাবে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে৷'

প্রসঙ্গত, ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বড় মানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিনের বিরুদ্ধে জেলেদের জন্য আসা চাল চুরির অভিযোগ করেন সাংবাদিক সাগর চৌধুরী। এর পর তার ওপর বর্বর হামলা চালানোর অভিযোগ ওঠে জসিম উদ্দিনের ছেলে নাবিল হায়দারের বিরুদ্ধে। ক্ষোভ মেটাতে ওই সাংবাদিককে মোবাইল চোর ও ছিনতাইকারী অপবাদ দিয়ে পেটানো হয়। পরে নির্যাতনের ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর ওই সাংবাদিকের বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা সদরের রাজমনি সিনেমা হলের সামনে নির্যাতনের এ ঘটনা ঘটে।

 

/এসআইআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে