X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রাস্তায় মানুষের ভিড় বাড়ছে

সঞ্চিতা সীতু
০৫ এপ্রিল ২০২০, ১৯:৪৪আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৮:৪০

মিরপুর বাংলা কলেজ সংলগ্ন রাস্তার পাশে কেনাকাটা করতে মানুষের ভিড় (ছবি সাজ্জান হোসেন)

ঢাকার রাস্তায় রবিবার (৫ এপ্রিল) মানুষের ভিড় বেড়েছে। গত ২৬ মার্চ ছুটি শুরুর পর থেকে এত মানুষকে রাস্তায় দেখা যায়নি। রাস্তায় গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ি দেখা গেছে অনেক। লক্ষণীয় মাত্রায় বেড়েছে রিকশার সংখ্যাও।

রাস্তার মোড়ে মোড়ে পুলিশ প্রহরা থাকলেও মানুষজন নানা  অজুহাত দেখিয়ে ঘরের বাইরে আসছেন।  পুলিশের তরফ থেকে মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হলেও তাতে সাধারণ মানুষের খুব একটা সাড়া দিচ্ছে না।  দিন যত যাচ্ছে মানুষ তত বেশি ঘরের বাইরে বেরিয়ে আসছেন।

স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকেও বারবার মানুষকে ঘরে থাকার অনুরোধ জানানো হচ্ছে। বলা হচ্ছে জনসমাগম এড়িয়ে চলতে। কিন্তু রাজধানীর রামপুরা, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, পল্টন, গুলিস্তান, শাহবাগসহ বেশ কয়েকটি এলাকায় মানুষের জটলা দেখা গেছে। যাদের অধিকাংশই স্বাস্থ্যবিধি মেনে তিন ফুট দূরত্বেও নেই।

গত কয়েক দিনের তুলনায় রবিবার রাস্তায় মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ঢাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ফিরে আসা। রাস্তায় ব্যক্তিগত গাড়ি ছাড়া যাদের দেখা গেছে তাদের প্রায় সকলেই নিম্নবিত্ত।

শান্তিনগর মোড়ে সাফায়েত নামে একজনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অনেক দিন ঘরের মধ্যে আটকা। কিছুই ভাল লাগছিল না তাই একটু বের হয়েছি। আবার এখনই চলে যাব। এই সময়ে ঘরের বাইরে বের হওয়া ঝুকিপূর্ণ জানেন কিনা—জিজ্ঞেস করলে বলেন, আমিতো মাস্ক পরেই বের হয়েছি।

রাস্তায় মানুষের ভিড় বাড়ছে (ছবি সাজ্জাদ হোসেন)

সংশ্লিষ্টরা বলছেন, মানুষ যদি এভাবে ঘরের বাইরে বের হতে শুরু করে আর  অবাধে যাতায়াত করেন তাহলে করোনার বিস্তার রোধ করা কঠিন হবে। গত শনিবারের তুলনায় রবিবার করোনা আক্রান্তের হার দ্বিগুণ বেড়েছে। শনিবার ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। রবিবার সে সংখ্যা দাঁড়িয়েছেন ১৮ জনে। ঢাকার বাসাবো, মিরপুর এবং টোলারাবাগ তিনটি এলাকাকে বিশেষ ঝুঁকিপূর্ণ মনে করছে স্বাস্থ্য অধিদফতর। সঙ্গত কারণে ঢাকায় জনসমাগম বাড়লে করোনার বিস্তার বাড়বে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

রাস্তায় বাড়ছে গাড়ির সংখ্যাও

 

 
/এমআর/
সম্পর্কিত
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
মানবিকতায়ও নজির স্থাপন করেছে পুলিশ: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
প্রখর রোদে নষ্ট হচ্ছে মাঠের ফসল, বৃষ্টি পেতে নামাজে মুসল্লিরা
প্রখর রোদে নষ্ট হচ্ছে মাঠের ফসল, বৃষ্টি পেতে নামাজে মুসল্লিরা
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা