X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পিপিই বিক্রি করছেন মাছ বিক্রেতারাও!

চৌধুরী আকবর হোসেন
০৭ এপ্রিল ২০২০, ১০:০১আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১০:৩৩

পিপিই বিক্রি করছেন মাছ বিক্রেতারাও!

‘হাওর ফিশ’ ফেসবুকভিত্তিক একটি অনলাইন শপ। এখান থেকে বিক্রি কর হয় মাছ। তবে করোনার প্রাদুর্ভাবে মাছের বদলে তারা মাস্ক, স্যুট, গগলস-সহ  ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিক্রি শুরু করেছেন। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের (পিপিই) চাহিদা বেড়েছে। এ সুযোগেই  অননুমোদিত, মানহীন সুরক্ষা সরঞ্জাম বিক্রি করছেন অনেকেই। অনলাইনে বিভিন্ন ধরনের পেজ থেকে এসব সুরক্ষা সরঞ্জাম বিক্রি হচ্ছে।

‘হাওর ফিশ’-এর সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, তারা বিভিন্ন ধরনের পিপিই স্যুট বিক্রি করছেন। রি-ইউজেবল, ওয়াটার অ্যান্ড এয়ার প্রুফ প্যারাসুট কাপড়ের স্যুট ১৯৫০ টাকা,  টিস্যু কাপড়ের স্যুট  ৯৫০ টাকা,  ট্যাফে কাপড়ের স্যুট ১৩৫০ টাকায় বিক্রি করছেন তারা। এছাড়া গগলস ১৪৮০ টাকা, বুট জুতা প্রতি জোড়া ১১৫০ টাকা, সার্জিক্যাল মাস্ক ৫০ পিসের বক্স ১৫৫০ টাকা, ভেনাস মাস্ক প্রতি পিস ৫৫০ টাকা, গ্লাভস ১০০ পিসের ১ প্যাকেট ৯৫০ টাকা, সু-কভার ডিসপজিবল ১০০ পিসের ১ প্যাকেট ১০৫০ টাকায় বিক্রি করছেন।

এ প্রসঙ্গে জানতে হটলাইন নম্বরে যোগাযোগ করা হলে তাদের প্রতিনিধি জানান, আমরা নিজেরাও পিপিই তৈরি করছি, একইসঙ্গে আমদানি করা পিপিই আছে। অনেকেই কিনছেন আমাদের কাছ থেকে, কারও কোন অভিযোগ আসেনি। বিএমএইচ থেকে আমরা অনুমোদন নিয়েছি।

আরেক মাছ বিক্রির ফেসবুক পেজ  ‘রিভার ফিশ’। তারাও পিপিই বিক্রি করছে।  ফেসবুকভিত্তিক অনেক অনলাইন শপেই বিক্রি হচ্ছে পিপিই। কোনও কোনও পেজে শুধু পিপিই স্যুট বিক্রি করা হচ্ছে, কোথাও মাস্ক, গগলসও বিক্রি হচ্ছে। এসব পেজের বিজ্ঞাপনে দেখা যায় দামও বিভিন্ন রকমের। মূলত পানিরোধী কাপড় দিয়ে এসব পোশাক তৈরি করা হচ্ছে। ৭০০ থেকে দুই হাজার টাকায় পর্যন্ত এসব পোশাক বিক্রি করা হচ্ছে।

জানা গেছে, করোনার ভীতিতে চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করেই পিপিই স্যুট তৈরি করা হচ্ছে বিভিন্ন স্থানে। এসব স্যুট তৈরির ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুসরণ করা হয় না। স্বাস্থ্য অধিদফতর বা সরকারের কোনও সংস্থার অনুমোদন ছাড়াই বানানো হচ্ছে এসব পণ্য।

পিপিই বিক্রি করছেন মাছ বিক্রেতারাও!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, কোভিড-১৯-এর রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের পিপিই ব্যবহার করতে হবে। পিপিই হতে হবে ভাইরাস-ব্যাকটেরিয়া প্রতিরোধী এবং স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের উপযোগী। এই পোশাক হবে কম্বো পিপিই -কাভার অল, হেডমাস্ক, গগলস, বুট এবং সু-কাভারসহ। এগুলো হবে ডিসপোজেবল, একবার পরার পর ফেলে দিতে হবে। যদিও চিকিৎসক, রোগীর কক্ষে থাকা স্বাস্থ্যসেবা কর্মী, পরিচ্ছন্নতাকর্মী, মেডিক্যাল টেকনোলজিস্টসহ প্রতিটি স্তরের পেশাজীবীদের জন্য পৃথক পৃথক পিপিইর কথা বলা হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের লজিস্টিক সাপোর্ট বিষয়ক কমিটির সদস্য ডা. শামীম রিজওয়ান বলেন, পিপিই তৈরির জন্য নির্দিষ্ট মানদণ্ড আছে। সেগুলো না মেনে তৈরি করা হলে কোনোভাবেই ঝুঁকি এড়ানো যাবে না। গুণগত মান নিশ্চিত না করে কোনোভাবেই সেগুলো বাজারজাত করাও ঠিক নয়।

 

/সিএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের