X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঘরেই নামাজ আদায় করছেন নগরবাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২০, ২০:৫৯আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২১:২৯

পশ্চিম পান্থপথ জামে মসজিদ (ছবি: সাজ্জাদ হোসেন)

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মুসল্লিদের ঘরেই নামাজ পড়ার নির্দেশ দিয়েছে সরকার। আর মসজিদগুলোতে শুধু ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা নামাজ আদায় করবেন। এজন্য ধর্ম মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারের এমন নির্দেশনা পালনও করছেন মুসল্লিরা। মঙ্গলবার (৭ এপ্রিল) কয়েকটি মসজিদ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মঙ্গলবার মাগরিবের নামাজের সময় নগরীর শুক্রাবাদ মসজিদে গিয়ে দেখা গেছে প্রধান ফটক বন্ধ। সামনে ঝুলানো রয়েছে বাসায় নামাজ আদায় করার নির্দেশনা দেওয়া ধর্ম মন্ত্রণালয়ের সেই বিজ্ঞপ্তি। এ সময় মসজিদের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টহল গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

মসজিদের সামনে টহলের গাড়ি (ছবি সাজ্জাদ হোসেন)

মসজিদে প্রবেশ করতে না পেরে বাইরে নামাজ আদায় করতে দেখা গেছে কয়েকজন মুসল্লিকে। তবে তারা সবাই দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেছেন। আর মসজিদের ভেতরে ইমাম-মুয়াজ্জিনসহ ৫-৬ জন মুসল্লি দেখা গেছে।

মসজিদের সামনে দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, আমরা নিয়মিত টহল দিচ্ছি। সরকারের যেসব নির্দেশনা রয়েছে সেগুলো যথাযথভাবে পালন হচ্ছে কিনা সেটাও দেখছি। কাউকে অযথা ঘোরাঘুরি করতে দেওয়া হচ্ছে না। সরকারের পক্ষ থেকে নগরবাসীকে বাসায় নামাজ আদায় করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা তাদের বাসায় নামাজ আদায়ের অনুরোধ করছি।

বায়তুল মোকাররমে নামাজ (ছবি: সাজ্জাদ হোসেন)

নামাজ শেষে কথা হয় মসজিদের খাদেমের সঙ্গে। নিজের নাম না জানিয়ে তিনি বলেন, করোনাভাইরাসের কারণে ধর্ম মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা জারি করা হয়েছে। সেখানে মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মিলে পাঁচ ওয়াক্তের নামাজে সর্বোচ্চ পাঁচ জন এবং জুমার জামাতে সর্বোচ্চ ১০ জন শরিক হতে পারবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে। সে কারণে আমরা আপাতত কোনও  মুসল্লিকে মসজিদে প্রবেশ করতে দিচ্ছি না। নিজেরাই নামাজ আদায় করছি।

বায়তুল মোকাররমে নামাজ (ছবি সাজ্জাদ হোসেন)

একই সময় পশ্চিম পান্থপথ জামে মসজিদে গিয়েও একই চিত্র দেখা গেছে। সেখানেও নামাজের সময় কোনও মুসল্লি দেখা যায়নি। মসজিদের প্রধান ফটক বন্ধ থাকতে দেখা গেছে। তবে ভেতরে ইমাম, মুয়াজ্জিনসহ ৫-৬ জন মুসল্লি দেখা গেছে।

একই চিত্র দেখা গেছে খিলগাঁও তিলপাপাড়া জামে মসজিদ, আরামবাগ মসজিদসহ নগরীর প্রায় সব মসজিদে। এছাড়া মসজিদগুলোতে আজানের পর নগরবাসীকে বাসায় নামাজ আদায় করার জন্য মাইকে অনুরোধ করা হয়।

/এসএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী