X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টেলিমেডিসিনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পটুয়াখালীর চিকিৎসকরা

চৌধুরী আকবর হোসেন
২০ এপ্রিল ২০২০, ১৮:২২আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৮:২৭

টেলিমেডিসিনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পটুয়াখালীর চিকিৎসকরা

দেশের দক্ষিণাঞ্চলের মেঘনা নদীর অববাহিকায় পটুয়াখালী জেলা। করোনাভাইরাসের কারণে  সারাদেশে যখন সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিয়ে উৎকণ্ঠায়, এ সময় টেলিমেডিসিনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পটুয়াখালীর চিকিৎসকরা।  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জেলার নাগরিকরা পাচ্ছেন চিকিৎসাসেবা। জানতে পারছেন চিকিৎসকের পরিচয় ও ফোন নাম্বার। ফোন করেই নিতে পারছেন পরামর্শ। দেশের প্রতিটি জেলায় এ উদ্যোগ বাস্তবায়ন করা গেলে করোনার এ প্রাদুর্ভাবকালীন সময়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান দেশের খ্যাতনামা চিকিৎসকরা।
টেলিমেডিসিন সেবা দিতে ‘পটুয়াখালীবাসীর ডাক্তার’ নামে ফেসবুকে  একটি গ্রুপ চালু করেন সেই জেলার বাসিন্দা সুমন জাহিদ । ৭  এপ্রিল চালু হওয়া এ গ্রুপটিতে যুক্ত আছেন প্রায় ৫ হাজার মানুষ। সাধারণ মানুষকে চিকিৎসা পরামর্শ দিতে যুক্ত হয়েছেন  একশ জনেরও বেশি চিকিৎসক।  গ্রুপটিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের ফোন নাম্বার ও সময় জানিয়ে দিয়েছেন। নির্ধারিত সময়ে যে কেউ এ নম্বর ফোন করে নিতে পারবেন চিকিৎসা বিষয়ক পরামর্শ।  হৃদরোগ, লিভার, কিডনি, চর্ম, দাঁতসহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্ত আছেন এই প্ল্যাটফর্মে।
এ  উদ্যোগ প্রসঙ্গে রাজনীতিবিদ ও সমাজকর্মী সুমন জাহিদ বাংলা ট্রিবিউনকে বলেন,  এখন সব জায়গায় করোনা নিয়ে আতঙ্ক। কিন্তু অন্য রোগেও মানুষ অসুস্থ হচ্ছেন, তাদের চিকিৎসা প্রয়োজন।  কিন্তু যোগাযোগ বন্ধ থাকাসহ নানা কারণে হাসপাতালে যাওয়া অনেকের ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। এ কারণে কীভাবে মানুষের পাশে থাকা যায়, সেই চিন্তা থেকে এ উদ্যোগ।

সুমন জাহিদ বলেন, আমি ঢাকা কলেজে পড়াশোনা করেছি,  আমার সহপাঠীদের মধ্যেও যারা চিকিৎসক আছেন তাদের সঙ্গে যোগাযোগ করলাম। তারা রাজি হলেন, যুক্তও হলেন।  এরপর জেলার অন্যান্য চিকিৎসক যারা আছেন,  তাদের কাছে যখন প্রস্তাব করলাম তারাও রাজি হলেন।  প্রতিদিনিই অনেক চিকিৎসক এ প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন।

শুধু ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না এ কার্যক্রম।  পটুয়াখালীর বিভিন্ন ফার্মেসিতেও তালিকাভুক্ত চিকিৎসকদের নাম, ফোন নম্বরের তালিকা প্রকাশ হবে। ফলে যে কেউ ফার্মেসিতে গেলেও চিকিৎসকের সঙ্গে কথা বলেন সেবা নেওয়ার সুযোগ পাবেন।  এছাড়া, হাট-বাজার সহ বিভিন্ন স্থানে পোস্টার ও হ্যান্ড বিলে মাধ্যমে চিকিৎসকদের নাম ফোন নম্বর প্রচার করা হবে বলে জানান উদ্যোক্তারা।

এ প্ল্যাটফর্মে যুক্ত আছেন পটুয়াখালী মেডিক্যাল কলেজের প্রভাষক ডা. মো. মেহেদী আলম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, এ প্ল্যাটফর্মটি এই দুর্যোগের সময় মানুষের সঙ্গে চিকিৎসকদের সেতুবন্ধন সৃষ্টি করেছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি টেলিফোনে দেওয়া যায় তাহলে মানুষজনও ঘর থেকে বের হবে না। দিনে গড়ে ১০টির মতো পরামর্শ প্রার্থীদের ফোন পান বলে জানান মেহেদী আলম। তিনি বলেন,  রোগীর সমস্যা শুনে আমরা পরামর্শ দিচ্ছি। 

এ উদ্যোগ প্রসঙ্গে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান এবং প্রিভেনটিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, করোনা ক্রাইসিসের এ সময়ে টেলিমেডিসিনের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ প্রান্তিক মানুষদের চিকিৎসা সেবা পেতে সহায়তা করবে। অনেক চিকিৎসক ফোনে রোগীদের পরামর্শ দিচ্ছেন। তবে যে কোনও প্ল্যাটফর্ম অনেক মানুষকে সংযুক্ত করতে সহায়ক হবে।

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা