X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চালনা ও পাইকগাছা পৌরসভায় ৮৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

খুলনা প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৫, ১৮:২৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৮:২৮

খুলনার পাইকগাছা ও চালনা পৌরসভায় ৬ মেয়রসহ ৮৬ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সোমবার (১৪ ডিসেম্বর) শেষ হয়েছে। এরপর থেকে প্রচার-প্রচারণার মাত্রাও বৃদ্ধি পেয়েছে।

পাইকগাছা পৌরসভায় মেয়র পদে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত সেলিম জাহাঙ্গীর (নৌকা), বিএনপি মনোনীত অ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তার (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ (নারিকেল গাছ) প্রতীক পেয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে ১নম্বর ওয়ার্ডে বজলুর রহমান (পানির বোতল), আলাউদ্দীন গাজী (উটপাখি), ২নম্বর ওয়ার্ডে অহেদ আলী গাজী (উটপাখি), হাতেম সরদার (পানির বোতল), আক্তার হোসেন (পাঞ্জাবি), ৩নম্বর ওয়ার্ডে গাজী আব্দুস সালাম (উটপাখি), আসাদুল ইসলাম (পাঞ্জাবি), রহমত গাজী (পানির বোতল), ৪নম্বর ওয়ার্ডে প্রভাষ চন্দ্র মণ্ডল (ডালিম), এস এম তৈয়েবুর রহমান (পাঞ্জাবি), মোস্তাফিজুর রহমান (পানির বোতল), গৌরাঙ্গ মণ্ডল (উটপাখি), ৫নম্বর ওয়ার্ডে গৌরাঙ্গ ব্যানার্জী (ব্রীজ), মনিরুজ্জামান মনি (উটপাখি), জিয়াউদ্দীন নায়েব (ফাইল কেবিনেট), সিরাজুল ইসলাম (ব্লাক বোর্ড), রবিশংকর মণ্ডল (টেবিল ল্যাম্প), শেখ রুহুল কুদ্দুস (পাঞ্জাবি), আতাউর রহমান (পানির বোতল), শ্রীষ কান্তি রায় (গাজর), আব্দুর রশিদ শিকারী (ডালিম), ৬নম্বর ওয়ার্ডে এস,এম, সেলিম রেজা লাকী (উটপাখি), আব্দুল আজিজ (পানির বোতল), কামাল আহমেদ সেলিম নেওয়াজ (পাঞ্জাবি), ৭নম্বর ওয়ার্ডে জামাল হোসেন (টেবিল ল্যাম্প), শেখ মোস্তাকিমুর রহমান হ্যাপি (উটপাখি), আলমগীর হোসেন (পানির বোতল), সেকেন্দার গাজী (পাঞ্জাবি), শেখ মাহবুবুর রহমান রঞ্জু (ডালিম), রাজু শেখ (ব্লাকবোর্ড), ৮নম্বর ওয়ার্ডে কাজী নেয়ামুল হুদা কামাল (উটপাখি), ইমরান সরদার (পানির বোতল) ও ৯ নম্বর ওয়ার্ডে হেমেশ চন্দ্র মণ্ডল (পানির বোতল), ইমদাদুল হক (উটপাখি)। সংরক্ষিত কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে ফাতেমা খাতুন (আঙুর ফল), রাফেজা খানম (ভ্যানেটি ব্যাগ), স্বরবানু বেগম (কাঁচি), ২ নম্বর ওয়ার্ডে কবিতা দাশ নির্বাচিত ও ৩ নম্বর ওয়ার্ডে শাহিদা আক্তার (আঙুর ফল), আসমা আহমেদ (কাঁচি) প্রতীক পেয়েছেন।

চালনা পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত সনৎ কুমার বিশ্বাস (নৌকা), বর্তমান মেয়র আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ড. অচিন্ত কুমার মণ্ডল (জগ) ও বিএনপি মনোনীত শেখ আব্দুল মান্নান (ধানের শীষ) প্রতীক পেয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে : ১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগ নেতা শুভঙ্কর রায় (ডালিম), আওয়ামী লীগ নেতা ক্ষিতিশ বিশ্বাস (উটপাখি) ও আওয়ামী লীগ নিত্যানন্দ বাশার (টেবিল ল্যাম্প), ২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা মো. মহসিন আকুঞ্জি (পাঞ্জাবি),আওয়ামী লীগ নেতা বিলাশ বিশ্বাস (উটপাখি), স্বপন কুমার রায় (পানির বোতল) ও মো. হাবিবুর রহমান (ব্রিজ), জাতীয় পার্টির মো. ইসাহাক শেখ (ডালিম), স্বতন্ত্র আলমগীর শেখ (গাজর), ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের কৃষ্ণপদ বিশ্বাস (ডালিম) ও গোবিন্দ বিশ্বাস (পানির বোতল), বিএনপির মো. রুস্তম আলী খান (উটপাখি), ৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির আইয়ুব আলী কাজী (পানির বোতল), ও স্বতন্ত্র মো. নবাত আলী সানা (উটপাখি), ৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির অসিত কুমার সাহা  (টেবিল ল্যাম্প), আওয়ামী লীগের আনন্দ লাল সাহা (উটপাখি), সিপিবির গৌতম কুমার সাহা, (পানির বোতল), ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির সুধীন্দ্র বিশ্বাস মাখন (টেবিল ল্যাম্প), আওয়ামী লীগের মো. আবু বকর গাজী (ডালিম) ও কুমারেশ বিশ্বাস (উটপাখি), ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের বিপ্লব কান্তি বিশ্বাস (টেবিল ল্যাম্প), দেবাশিষ ঢালী (উটপাখি) ও বিএনপির আবু সাত্তার সর্দার (ডালিম), ৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির মো. শহর আলী শেখ মনি (ব্রিজ) ও আবুল কাশেম সানা (গাজর), আওয়ামী লীগের এস এম আব্দুল গফুর (টেবিল ল্যাম্প), অর্ধেন্দু শেখর রায় (পানির বোতল) ও মো. খানজাহান মোল্লা (ডালিম), জাতীয় পার্টির আব্দুল বারিক (পাঞ্জাবি) ও ডলি আক্তার (উটপাখি), ৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর স্বতন্ত্র মিন্টু আচারী (ডালিম), আওয়ামী লীগের রবীন্দ্রনাথ সরদার (উটপাখি), বিএনপির মো. হয়রত গাজী (পাঞ্জাবি)। সংরক্ষিত কাউন্সিলর পদে : ১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের কণিকা রানী বৈরাগী (হারমোনিয়াম), আমুদিনি রায় (আঙুর), সুফলা মণ্ডল (কাঁচি) ও আরতী রায় (মৌমাছি) প্রতীক পেয়েছেন।

/এইচকে/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
আরও কমলো সোনার দাম  
আরও কমলো সোনার দাম  
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না