X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বৃষ্টি-ভোর

সালমান তারেক শাকিল
০৬ মে ২০২০, ০৮:১৪আপডেট : ০৬ মে ২০২০, ০৮:১৭

‘সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব।’ রবীন্দ্রনাথ ঠাকুরের এই পংক্তি তার বর্ষার দিনের, কবিতার। এখন বৈশাখ চলছে, ১২তম রমজান কাঁধে নিয়ে বাংলা মাসের বাইশ তারিখ আজ (৬ মে)। রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার দিনের মতো










‘এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়-
এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে
তপনহীন ঘন তমসায়।’

বৃষ্টি-ভোর

বৈশাখের বাইশতম দিনের শুরুটা এমনি ভরবৃষ্টি দিয়ে। ঢাকা মহানগরী তখনও জাগেনি। শহরের বুকে এলোমেলো সবুজের বুকে ঘুমিয়ে থাকা কাকগুলো তখনও ঘুমে, ঝুম-ঝুম করে বৃষ্টি নামার আগ পর্যন্ত। ঢাকার সময় ভোর পৌনে পাঁচটার দিকে ঝুম বৃষ্টি নেমে আসে শহরে। কাকডাকা ভোরে রাজধানীর কলাবাগান, লালবাগ, মগবাজার, মুগদা থেকে কয়েকজন স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, তাদের এলাকায় বৃষ্টি হয়েছে, সঙ্গে হালকা থেকে মাঝারি ঝড়ো হাওয়াও ছিল।
আগের দিন মঙ্গলবার (৫ মে ) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ছিল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু-কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া এবং বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও-কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
বজ্রসহ না হলেও ঝড়ো হাওয়ার সঙ্গেই এসেছে বৃষ্টি। ঘণ্টাধরে ঝুম জলধারা ঝরিয়ে চলেছে; সকাল সোয়া সাতটার সময় এ রিপোর্ট লেখার সময়ও আকাশে গর্জন। থেমে-থেমে পড়ছে ফোটা।
মঙ্গলবার ইফতারের সময় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হলেও রাজধানীর কিছু এলাকায় বৃষ্টি হয়নি। এদিন সন্ধ্যায় বসুন্ধরা এলাকায় বৃষ্টি হয়েছে ব্যাপকভাবে, জানান স্থানীয় এলাকার বাসিন্দা একজন ভয়েস আর্টিস্ট।

বৃষ্টি-ভোর
বুধবার ভোরে ঢাকার কলাবাগান, মগবাজার, লালবাগ এলাকায় হালকা থেকে মাঝারি হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। কোনও-কোনও এলাকায় এক ঘণ্টার বেশি ঝুম বৃষ্টি ও পরের আধাঘণ্টা টিপটিপ।
মুগদা এলাকার বাসিন্দা ওবায়দুল্লাহ জানান, মুগদা এলাকায় বৃষ্টি হয়েছে। বুধবার সকাল সোয়া সাতটার দিকে লালবাগ থেকে তরুণ লেখক এহসানুল হক বলেন, ‘বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ, এখন হালকা পড়ছে।’
বেলা পৌনে আটটায়ও কলাবাগান গ্রিনরোড এলাকায় থেমে-থেমে বৃষ্টি পড়ছিলো। বনশ্রী থেকে একজন এলাকাবাসী ফেসবুক ইনবক্সে বলেন, ‘আকাশে গর্জন শোনা যাচ্ছে। বৃষ্টি হতে পারে।’
মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাছন্ন থাকতে পারে। বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুসারে, বুধবার সূর্যোদয় হয়েছে ভোর ৫ টা ২১ মিনিটে।
আবহাওয়া অধিদপ্তর থেকে নদীবন্দরসমূহের জন্যও সতর্কবার্তা দেওয়া হয়েছে। ৫ মে রাত বারোটা থেকে ৬ মে সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

ছবি: সালমান তারেক শাকিল

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নেমেছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নেমেছে মোহামেডান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!