X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের কথা ভেবে অনলাইন ক্লাসে যেতে আগ্রহী না ঢাবি

ঢাবি প্রতিনিধি
০৬ মে ২০২০, ১৮:২৭আপডেট : ০৬ মে ২০২০, ১৮:২৯

 শিক্ষার্থীদের অসুবিধার কথা চিন্তা করে অনলাইন ক্লাস পদ্ধতিতে যেতে নারাজ ঢাকা বিশ্ববিদ্যালয়। করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অ্যাকাডেমিক কার্যক্রম অনলাইনে নেওয়ার কথা বলছেন কিছু শিক্ষক, তবে দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকে এ পদ্ধতিতে সবার সমান অংশগ্রহণ সম্ভব নয় বলে মনে করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তবে, করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম যে সময় পিছিয়ে যাচ্ছে, সেটি পরবর্তীতে কীভাবে পুষিয়ে নেওয়া যায়, সেটি নিয়ে পরিকল্পনা করা হবে বলে জানা গেছে।

উপাচার্য বলেন, ‘করোনা পরিস্থিতে বিশ্ববিদ্যালয় ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় যে সময়টা পিছিয়ে যাচ্ছি, সেটি পরবর্তী সময়ের মধ্যে কীভাবে পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে আগামী ১১ মে সব ডিনদের নিয়ে একটি অনলাইন সভার আহ্বান করেছি। সেদিন সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো। আমরা কত মাস পিছিয়ে গেলাম, তা হিসেব করে পরবর্তীতে পরিকল্পনা করতে হবে। এসব বিষয় নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে।’

অনলাইন ক্লাসের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি আরও বলেন, ‘অনেকে ঢাকায় থেকে সব সুবিধার মধ্যে থেকে অনলাইনে ক্লাস নেওয়ার কথা বলছেন। তবে যাদের জন্য অনলাইনে ক্লাস হবে, তাদের সবার ক্লাসে অংশ নেওয়ার সুযোগ আছে কিনা, তাও দেখতে হবে। যেখানে শিক্ষার্থীদের পকেটে টাকা, খাবার, ইন্টারনেট অ্যাকসেস, সামাজিক স্থিরতা, সুস্থ মন নেই। সুতরাং এ পরিস্থিতির মধ্যে রেখে অনলাইন ক্লাস নেওয়াটা সমীচীন নয়।’

আর্থিক সাহায্যের জন্য বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজার শিক্ষার্থী আবেদন করেছে বলে জানান তিনি। তাদের অ্যালামনাই থেকে সাহায্যের কথা ভাবছে কর্তৃপক্ষ। এছাড়াও এ দুর্দিনে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

 

/এসআইআর/টিটি/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা