X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পুলিশের সহায়তায় অন্তঃসত্ত্বা নারীর করোনা পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২০, ২৩:১৭আপডেট : ০৭ মে ২০২০, ২৩:২৬




পুলিশের সহায়তায় করোনা পরীক্ষা করান অন্তঃসত্ত্বা নারী জ্বর, গলা ব্যথার মতো উপসর্গ থাকা বংশালের এক অন্তঃসত্ত্বা নারীর করোনা পরীক্ষা করাতে সহায়তা করেছে পুলিশ। বুধবার (৬ মে) নিজেদের গাড়িতে করে দুটি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার নমুনা দেওয়ার পর আবার ওই নারীকে বাসায় পৌঁছে দেন পুলিশ সদস্যরা। পুলিশের এমন মানবিক আচরণের তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ।

উপকমিশনার মাসুদুর রহমান জানান, বংশালের কসাইটুলির এক বাসিন্দার অন্তঃসত্ত্বা স্ত্রী জ্বর ও গলা ব্যথায় ভুগছিলেন। একাধিক হাসপাতালে যোগাযোগ করেও ভুক্তভোগী ব্যক্তি কোনও সমাধান না পেয়ে ফোনে লালবাগ বিভাগের উপকমিশনারকে জানান। খবর পেয়ে ডিসি লালবাগ তাৎক্ষণিক বিষয়টি বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকিরকে জানান। পরে থানার একটি গাড়ি জীবাণুমুক্ত করে অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বলেন, ওই নারীর পরিবারের সদস্যরা হাসপাতাল ও অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করেও কোনও সমাধান পাননি। পরে আমাদের জানানো হলে আমরা একটি গাড়ি প্রথমে জীবাণুনাশক স্প্রে করে প্রস্তুত করি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগাযোগ করে নিয়ে যাই। সেখানে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ শেষে ওই নারীকে ফের বাসায় ফিরিয়ে আানা হয় বলে জানান তিনি।

ওসি মো. শাহীন ফকির আরও বলেন, আমি ফোর্সকে সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়েছি। ঢাকা মেডিক্যালের চিকিৎসকরা অন্তঃসত্ত্বা নারীকে ভর্তি থাকতে বলেন। কিন্তু সংক্রমিত হওয়ার ভয়ে তারা ভর্তি হতে চাননি। যেকারণে ওই নারীর নমুনা সংগ্রহ করার পর আমরা আবার তাকে বাসায় ফিরিয়ে এনেছি।

চলতি মাসের ১৭-১৮ তারিখ ওই নারীর সন্তান জন্মদানের সম্ভাব্য তারিখ রয়েছে। করোনা পরীক্ষার ফলাফল এখনও আসেনি। সন্তান জন্মদানের সময়ও ওই নারী পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ওসি শাহীন।

 

/আরজে/টিটি/
সম্পর্কিত
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!