X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ড. আনিসুজ্জামানের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২০, ২০:১৯আপডেট : ১৪ মে ২০২০, ২০:২৪

অধ্যাপক ড. আনিসুজ্জামান না ফেরার দেশে চলে গেলেন জাতীয় ড. অধ্যাপক আনিসুজ্জামান। বৃহস্পতিবার (১৪ মে) বিকালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে নেমে আসে শোকের ছায়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অধ্যাপক আনিসুজ্জামানের হঠাৎ চলে যাওয়ায় শোকের ছায়া দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন। পরিচিতজনরা করছেন স্মৃতিচারণ।

অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করে লেখক মঈনুল আহসান সাবের লিখেছেন, “আমার আশপাশের আর সবাই আপনাকে ডাকতেন ‘স্যার’। তাদের দেখাদেখি আমিও। অথচ আব্বার সূত্রে আপনার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। চাচাই ডেকেছি প্রথম থেকে। তারপর হঠাৎ যখন স্যার ডাকা শুরু, একদিন মৃদু হেসে বললেন, শোনো সাবের, সবাই স্যার ডাকলে কি ভালো লাগে? তারপর কখনো স্যার কখনো চাচা। তা, স্যার বলি কিংবা চাচা, আপনার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। আলো ও সৌরভমাখা স্মৃতিগুলো অবশ্য থাকবে।”

অভিনেতা ও অ্যাক্টিভিস্ট সৈয়দ আপন আহসান লিখেছেন, ‘চলে গেলেন না ফেরার দেশে আমাদের আর এক বাতিঘর। অধ্যাপক আনিসুজ্জামান ইতিহাস নির্মাণ করে নিজেই ইতিহাস হয়ে গেছেন। উপমহাদেশে সাংস্কৃতিক নেতৃত্ব দিয়ে তিনি একটি জাতি নির্মাণে অংশ নিয়েছেন। এমন বর্ণাঢ্য জীবনের দেখা মেলে না সচরাচর। সমস্ত কাজের মধ্য দিয়ে তিনি শেকড়ের সন্ধান করেছেন। তিনি জাতীয় জীবন, ইতিহাস ও সংস্কৃতিতে আমাদের বাতিঘর ছিলেন। তার সুললিত বক্তৃতা আমাদের মোহাবিষ্ট করে রাখতো। প্রিয় এই মানুষটি থাকবেন আমাদের অন্তরে, জীবনভর শ্রদ্ধার আসনে।’

কবি ও লেখক সরকার আমিন লিখেছেন, ‘আনিসুজ্জামান স‌্যার পরিপূর্ণ একটা জীবন ইচ্ছে মতো যাপন করে অনন্ত বিশ্রামে গেলেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রয়োজনীয় মানুষ।’

কবি ও নির্মাতা টোকন ঠাকুর লিখেছেন, “ভাবি, আনোয়ারা সৈয়দ হক টেলিফোনে শিশুর মতো কাঁদতে কাঁদতে জানালেন, ‘টোকন, আনিস চলে গেল... তোমার হক ভাইয়ের বন্ধুরা একে একে সবাই চলে গেল...’ কী সান্ত্বনা দেবো ভাবিকে? এ শহরে প্রাজ্ঞজন হিসেবে আনিস স্যারের সান্নিধ্য পেয়েছি অনেক। অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যু একটা বড় ক্ষতি আমাদের...”

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের হেড শরিফুল হাসান লিখেছেন, ‘আমাদের সবার অভিভাবক আনিসুজ্জামান স্যারও চলে গেলেন! মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান স্যারকে দেখলেই বিনয়ে মনটা ভরে যেতো। কতবার কত বিষয়ে কত কথা যে বলেছি স্যারের সঙ্গে। আজ সেই মানুষটাই চলে গেলেন! আমার আজকের দিনটা শুরু হয়েছিল ব্র্যাকের পরিচালক বিগ্রেডিয়ার (অব.) আফতাব ভাইয়ের মৃত্যুর খবরে। এখন শুনছি আনিসুজ্জামান স্যারও নেই। কয়েকদিন আগে জামিলুর রেজা চৌধুরী স্যার মারা গেলেন। এ যেন আসলেই একটা দুঃসময়! করোনার শুরু থেকে যখন শুনছিলাম প্রবীণ মানুষেরা ঝুঁকিতে, তখন বারবার ভাবছিলাম সারা জীবন দেশ-দেশের মানুষ কিংবা একেকটা পরিবারের হাল ধরে থাকা মানুষেরা চলে যাওয়া মানে তো আমাদের সবারই দুঃসময়। খুব করে চাই এই দেশের প্রবীণ সব মানুষেরা ভালো থাকুক। ভালো থাকুক প্রতিটা মানুষ!’

বাংলাদেশের প্রখ্যাত এই শিক্ষাবিদ ও লেখক ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি কলকাতার পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন। স্কুলে থাকাবস্থাতেই সপরিবারে ঢাকায় চলে আসেন তিনি। তিনি ভাষা আন্দোলন (১৯৫২), ঊনসত্তরের গণঅভ্যুত্থান (১৯৬৯) ও ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ড. কুদরাত-এ-খুদাকে প্রধান করে গঠিত জাতীয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন। বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে তার গবেষণা বিশেষভাবে উল্লেখযোগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করে তিনি অবসর জীবনযাপন করছিলেন। ২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়।

 

/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়