X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় শনাক্তের নতুন রেকর্ড, ২০ হাজার ছাড়ালো করোনা রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২০, ১৪:৪৫আপডেট : ১৫ মে ২০২০, ১৬:৩৫

অধ্যাপক নাসিমা সুলতানা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ২০ হাজার ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯৮ জনে। গত ২৪ ঘণ্টায় মোট সুস্থ হয়েছেন ২৭৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন তিন হাজার ৮৮২ জন।

শুক্রবার (১৫ মে) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

দেশে কোভিড-১৯ রোগী প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। সেই হিসাবে ৬৯তম দিনে এসে শনাক্ত ২০ হাজার ছাড়ালো।

তিনি জানান, মারা যাওয়া ১৫ জনের মধ্যে পুরুষ সাত জন, নারী আট জন। এদের মধ্যে বয়সের হিসাবে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৪১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৫৩৯টি, এরমধ্যে পরীক্ষা করা হয়েছে আট হাজার ৫৮২টি। ৪১টি ল্যাবের মধ্যে ঢাকার ভেতরে রয়েছে ২০টি, আর ঢাকার বাইরে রয়েছে ২১টি। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৬০ হাজার ৫১২টি।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২৫৯ জনকে, আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৮১ জন। দুই হাজার ৭৪৮ জন বর্তমানে আইসোলেশনে রয়েছেন। এ পর্যন্ত আইসোলেশন থেকে মোট ছাড়া পেয়েছেন এক হাজার ৪৭৯ জন।

নাসিমা সুলতানা জানান, দেশে এখন আইসোলেশন শয্যা সংখ্যা আট হাজার ৯৩৪টি। এরমধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালেই ৫০০টি, ময়মনসিংহ নার্সিং ডরমেটরিতে দুই হাজার আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। ঢাকা মহানগরীতে দুই হাজার ৯০০টি আইসোলেশন শয্যা রয়েছে এবং ঢাকা শহরের বাইরে বিভিন্ন হাসপাতালে আইসোলেশন শয্যা রয়েছে ছয় হাজার ৩৪টি।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে দুই হাজার ৭৯৭ জনকে। এ সময়ে ছাড়া পেয়েছেন দুই হাজার ছয় জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে ছিলেন মোট দুই লাখ ৩৩ হাজার ৪৭০ জন এবং এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন এক লাখ ৮৬ হাজার ৬৬৫ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৬ হাজার ৮০৫ জন।

আজকের বুলেটিনের শুরুতেই জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, বাংলাদেশ একজন বাতিঘরকে হারালো।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন