X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় সরকারের সব প্রস্তুতি রয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২০, ২০:৪৪আপডেট : ৩০ মে ২০২০, ১৮:৪৯

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেছেন, করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনেই আশ্রয়কেন্দ্রগুলোতে যাতে মানুষ আশ্রয় নেয় সে বিষয়ে নজর রাখার জন্য জেলা প্রশাসকদের বলেছি। রবিবার (১৭ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবিলা বিষয়ক এক প্রস্তুতি সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

এর আগে প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় পূর্ব প্রস্তুতি ও করণীয় বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ও সিনিয়র সচিবসহ উপকূলীয় বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের সঙ্গে অনলাইনে সভা করেন।
প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় উপকূলীয় জেলাগুলোর সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আশ্রয়কেন্দ্রে অবস্থানের সময় যেন দুর্গতদের খাবারের অভাব না হয় সেজন্য প্রয়োজনীয় শুকনো খাবার এবং গো-খাদ্যের ব্যবস্থা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী প্রয়োজনে আরও বরাদ্দ দেওয়া হবে। দুর্যোগে বিদ্যুৎ না থাকলে তার বিকল্প ব্যবস্থাও নিতে বলা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় আম্পান আগামী ১৯ মে দিবাগত রাতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। তাদের পর্যালোচনা অনুযায়ী, যদি ঘূর্ণিঝড় আম্পান তার গতি ও দিক পরিবর্তন না করে তবেই ১৯ মে বাংলাদেশে আঘাত করবে।

/এসআই/এমআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!