X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সরকারি নগদ সহায়তায় অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২০, ১৬:৩২আপডেট : ১৮ মে ২০২০, ১৬:৩৪

আইনি নোটিশ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ৫০ লাখ পরিবারকে সরকারি নগদ সহায়তা কার্যক্রমে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ত্রাণ মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিবের সরকারি ই-মেইলে এ নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (১৮ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন জনস্বার্থে এ নোটিশ প্রেরণ করেন।
নোটিশে বলা হয়, করোনাভাইরাসের ভয়াল থাবায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষ বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। এ পরিস্থিতিতে সরকার সামর্থ্যের সবটুকু দিয়ে অসহায় এবং দুস্থ মানুষের  করোনাকালীন বিপর্যয় রোধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্নভাবে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করে যাচ্ছে। নানামুখী সরকারি সহায়তার অংশ হিসাবে সব ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর বাইরে থাকা অসহায় ৫০ লাখ পরিবারকে প্রধানমন্ত্রী ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তার প্রকল্প দরিদ্র মানুষকে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলার পথ দেখাচ্ছে।

এতে আরও বলা হয়, জাতির এই মহাসংকটকালে যখন সরকার মানবিক সহায়তা হিসেবে অসহায় মানুষদের নগদ সহায়তা প্রদান করার জন্য প্রকল্প গ্রহণ করেছে। ঠিক তখনই উক্ত প্রকল্প এবং তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে। সে কারণেই নোটিশ পাওয়ার ৫ দিনের মধ্যে সরকারি নগদ সহায়তায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হলো। অন্যথায় এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

 

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী