X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মুগদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকসহ করোনা কমিটির ৩ চিকিৎসককে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২০, ০০:৩৬আপডেট : ২৪ মে ২০২০, ০০:৩৯

মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (ছবি সংগৃহীত) মুগদা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহ গোলাম নবী তুহিনকে দুই দায়িত্ব থেকেই অব্যাহতি দিয়ে বদলি করা হয়েছে। তিনি হাসপাতালের করোনা চিকিৎসা বিষয়ক কমিটির সদস্য ছিলেন। তার সঙ্গে একই কমিটির আরও দুই সদস্যকে বদলি করা হয়েছে। আর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওএসডি করা হয়ছে অপর এক চিকিৎসককে।

অব্যাহতি দিয়ে জারি করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিজ দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালকের পদ থেকে অধ্যক্ষ অধ্যাপক শাহ গোলাম নবী তুহিনকে অব্যাহিত প্রদান করা হয়েছে। নতুন পরিচালক হিসেবে হাসপাতালের উপ-পরিচালক ডা. মো আবুল হাশেম শেখকে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। তবে প্রজ্ঞাপনে অব্যাহতির কথা থাকলেও তাকে গাজীপুরে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন খোদ অধ্যাপক ডা. শাহ গোলাম নবী তুহিন।

এদিকে মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো আব্দুল মোতালেবকে ওএসডি করা হয়েছে।

তবে স্বাস্থ্য অধিদফতরের একাধিক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, মুগদা হাসপাতাল ভালোই চলছিল। তবে কী কারণে হঠাৎ তাদের বদলি করা হয়েছে সে বিষয়ে এখনও কেউ কিছু বলছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসক বাংলা ট্রিবিউনকে বলেন, পরিচালককে বদলির পাশাপাশি হাসপাতালের কোভিড -১৯ বিষয়ক কমিটির ফোকাল পার্সন ডা. মাহবুবুর রহমান কচিকে বদলি করা হয়েছে জামালপুরে। আর হাসপাতালের নাক কান গলা বিভাগের চিকিৎসক ও হাসপাতালের কোভিড -১৯ বিষয়ক কমিটির সদস্য ডা. মনি লাল আইচ লিটুকে বদলি করা হয়েছে সিলেটে।

তবে প্রজ্ঞাপন জারি করে করে কেবল অধ্যাপক ডা. শাহ গোলাম নবী তুহিন বদলি ও সহকারী অধ্যাপক ডা. মো আব্দুল মোতালেবকে ওএসডি করার তথ্য জানানো হয়েছে। অন্যদের বদলিরও বিষয়ে এখনও কিছু বলা হয়নি।

জানতে চাইলে অধ্যাপক ডা. গোলাম নবী তুহিন বাংলা ট্রিবিউনকে বলেন, প্রথমে ডা. মোতালেব সাহেবের ওএসডির অর্ডার পাই। এসব নিয়ে আলোচনার মাঝেই অর্ডার পাই আমাকে পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি পরিচালক হতেও চাইনি, কিন্তু বলা হলো, করোনার সময় হাসপাতাল চালাতে হবে। সে অনুযায়ী দিনরাত চেষ্টা করে হাসপাতাল ঠিকমতো চালাতে চেষ্টা করেছি।

একইসঙ্গে তাকে গাজীপুরে বদলি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার যেটা আদেশ দিয়েছে তাই পালন করতে হবে এবং শিগগিরই সেখানে যোগ দিতে বলা হয়েছে।

জানতে চাইলে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান। তিনি বলেন, প্রশাসনিক কারণে তাদের বদলি করা হয়েছে।

 

/জেএ/টিটি/
সম্পর্কিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
সংসদ ভবন এলাকায় ড্রোন, মুচলেকায় ছাড়া পেলেন সাবেক এমপি পুত্র
সর্বশেষ খবর
পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
আত্মসমর্পণের পর কারাগারে  বিএনপি নেতা হাবিব-দীপক
আত্মসমর্পণের পর কারাগারে  বিএনপি নেতা হাবিব-দীপক
ভোরে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু
ভোরে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু
অনুপ্রাণন-এর মোড়ক উন্মোচন, বই আলোচনা ও লেখক সম্মাননা
অনুপ্রাণন-এর মোড়ক উন্মোচন, বই আলোচনা ও লেখক সম্মাননা
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট