X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

করোনার এই সময়ে মানসিক রোগে আক্রান্তদের সমস্যা তীব্র হচ্ছে

জাকিয়া আহমেদ
২৪ মে ২০২০, ১৭:২৫আপডেট : ২৭ মে ২০২০, ২১:৫২

মানসিক রোগী ২৩ বছরের মেয়েটির বাবার সঙ্গে সম্পর্ক ভালো না থাকার কারণে মানসিক কিছু সমস্যা তৈরি হয়। কিন্তু এ ব্যাপারে স্বামীর কাছ থেকে তিনি সহযোগিতা পাননি। নিজেই মুঠো মুঠো ওষুধ খেতেন। তা থেকে তৈরি হয় শারীরিক সমস্যা। কোনোভাবে তাকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকসহ অন্য স্বাস্থ্যকর্মীরা কোভিড আক্রান্ত হন। তাকে হাসপাতাল থেকে আবারও বাসায় ফিরিয়ে নেওয়া হয়, কিন্তু তাতে তার ফের সমস্যা শুরু হয়। মেয়েটির চিকিৎসক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোগীর সঙ্গে ফোনে কথা বলি। সাইকোলজিস্টদের সঙ্গে কথা বলিয়ে দিই। কিন্তু তার প্রয়োজন পূর্ণাঙ্গ চিকিৎসা। সেটা তো দেওয়া সম্ভব হচ্ছে না।’

এ চিত্র কেবল একটি-দুটি নয়। আগে থেকেই যারা মানসিক সমস্যায় ভুগছেন, তাদের সমস্যা বেড়ে যাচ্ছে। তাদের যে চিকিৎসা পাওয়া উচিত তারা সেটা পাচ্ছেন না। আবার ঢাকার বাইরে থেকে যারা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসতেন তাদের অবস্থাও খারাপ। কারণ, বাইরে থেকে কেউ ঢাকায় আসতে পারছেন না। ঠিকমতো কাউন্সেলিং হচ্ছে না তাদের। এ কারণে পরিবারে একজন অসুস্থ থাকায় পুরো পরিবারের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে।

করোনাভাইরাসের এই মহামারিতে মানসিক স্বাস্থ্য সংকট নিয়ে সতর্ক করেছে জাতিসংঘও। এদিকে, বিশ্ব স্বাস্থ্য বলেছে, এই মানসিক রোগীরা যদি সর্বোচ্চ চিকিৎসাও পান তারপরও তাদের লক্ষণ বেড়ে যাবে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাদের আগে থেকে মানসিক সমস্যা ছিল, কোভিড-১৯-এর এই সময়টাতে  তাদের লক্ষণ বেড়ে গেছে, এটা প্রমাণিত। এছাড়া পুরনো রোগীদের প্রত্যেকের ঘুমের সমস্যা বেড়ে গেছে।’

তিনি বলেন, ‘পুরনো রোগীরা যোগাযোগ করছেন। তাদের প্রধান সমস্যা হয়তো ঠিক হয়ে গেছে, কিন্তু তাদের ঘুমের সমস্যা প্রকট হয়েছে, কেউ পুরো রাত জেগে থাকেন।’ এটা ম্যানেজ করা আমাদের জন্যও এই মুহূর্তে কঠিন, মন্তব্য করে ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘একজন মেন্টাল হেলথ এক্সপার্ট হিসেবে আমি কাউকে ঘুমের ওষুধ দিতে পারি না।’

ডা. হেলাল জানান, মানসিক রোগীরা সর্বোচ্চ চিকিৎসা শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর কোথাও পাচ্ছে না। চিকিৎসকদের সঙ্গে ফলোআপে আসতে পারছে না, কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না, কিছু ওষুধের ক্রাইসিস দেখা দিয়েছে আমাদের দেশে। তাই এই জায়গাগুলোতে মানসিক স্বাস্থ্য সমস্যা খুব বেড়ে যাচ্ছে।

‘মানসিক রোগীদের পাশাপাশি অটিজমে আক্রান্ত শিশুদের জন্যও এই সময়টা ভীষণ ক্রুসিয়াল। এসব শিশুরা তাদের নির্ধারিত স্কুলে যেত, সেখানে থেরাপি হতো, নানারকম অ্যাক্টিভিটিজ হতো। এখন এসব শিশু থাকায় তাদের মাঝে ঘাটতি তৈরি হয়েছে। কারণ, অটিজমে আক্রান্তদের জন্য বাসায় বা বদ্ধ ঘরে থাকা খুব কষ্টকর। একাধিক মায়েরা চিকিৎসকদের জানাচ্ছেন, সন্তানরা দেয়াল মাথা ঠুকছে, হাত কামড়াচ্ছে। কিন্তু তাদেরকে তো হাসপাতালেও আনা যাচ্ছে না,।হাসপাতাল ঝুঁকিপূর্ণ,’ বলেন ডা. হেলাল উদ্দিন আহমেদ।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কারিগরি প্রশিক্ষণ প্রদানকারী বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি অ্যাবেলের সভাপতি সাজিদা রহমান ড্যানি বলেন, ‘করোনাকালে সমস্যা হতে পারে এবং হচ্ছে। স্পেশাল শিশুদের জন্য এটা একটি কঠিন এবং চ্যালেঞ্জিং সময়। কোয়ারেন্টিনের এ সময়ে তারা মানসিক এবং শারীরিকভাবে খুব বড়ো সমস্যার মুখোমুখি হচ্ছে।’

যেকোনও সমস্যারই মানসিক প্রভাব রয়েছে মন্তব্য করে শিশু মনোবিজ্ঞানী ফায়েজা আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনাকালে মানসিক সমস্যা অনেক ব্যাপক আকারে আসবে।’

তিনি বলেন, ‘একইসঙ্গে যার পরিবারে আগে থেকে কোনও মানসিক রোগী রয়েছেন, অথবা আগে থেকে মানসিক চাপ রয়েছে, এখন তারা মানসিক রোগীতে পরিণত হবেন। যার কারণে মানসিক স্বাস্থ্যের ওপরে এর একটা দীর্ঘমেয়াদী প্রভাব পরতে যাচ্ছে।’

 

 

/এমএএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক