X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘সব দিন এক করে দিয়েছে করোনা’

জাকিয়া আহমেদ
২৫ মে ২০২০, ২০:২০আপডেট : ২৬ মে ২০২০, ১১:৩০

করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবন আর পুরাতন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটকে করোনাভাইরাসের চিকিৎসায় ডেডিকেটেড করা হয়েছে। নতুন ভবনে তিন শিফটের প্রতি শিফটে ২০ জন করে চিকিৎসক কাজ করেন। আজ সোমবার (২৫ মে) ঈদের দিনেও সে নিয়মের ব্যত্যয় হয়নি।
সকাল ৮টা থেকে প্রথম শিফটের কাজ শুরু হয়। দুপুর দেড়টায় শুরু হয় দ্বিতীয় শিফটের কাজ। দ্বিতীয় শিফটে কাজ করছেন ডা. মুহিত কুমার প্রামাণিক, ডা. সৈকত, ডা. প্রিয়াঙ্কা বকসী ও ডা. অনলসহ অন্যরা। সকালের শিফটে কাজ করেছেন ডা. আহসানুল মতিন সৈকত। ডা. আহসান ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের রোগী। বাসায় ছোট দুই সন্তান। অথচ কোভিড পরিস্থিতিতে তিনি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন এ হাসপাতালেই।

ডা. আহসান বলেন, আমরা তো বাসায়ও যেতে পারি না। আর সকাল সাড়ে সাতটায় কোভিড ডেডিকেটেড চিকিৎসকদের নিয়ে গাড়ি চলে আসে হাসপাতালে। ঈদের দিনে নামাজও পড়তে পারিনি। আবার কোভিড হাসপাতালে যারা কাজ করছেন তারা ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ না করে বাসায় যেতে পারেন না ।

ঈদের দিনে ছুটির সময়ে কাজ করতে কেমন লাগে জানতে চাইলে ডা. মুহিত বলেন, নন মুসলিম হিসেবে প্রতিবারই ঈদে ডিউটি করতে হয়, কিন্তু এবারের চিত্রটা একেবারেই ভিন্ন, অভিজ্ঞতাও ভিন্ন। এবারে সবাই ডিউটি করছেন রোস্টার অনুযায়ী। আর রোগীদের ভেতরেও ভীতি-আতঙ্ক বেশি, আমরা সাহস দেওয়ার চেষ্টা করছি। কিন্তু তাতেও কী খুব বেশি কিছু হয়? আসলে এমন পরিস্থিতি, এমন চিত্র আগে দেখিনি। আত্মীয়-স্বজন রোগীকে দেখতে পারছেন না, তারা রোগীর কাছে যেতে পারছেন না, একটু ছুঁয়ে সাহস দিতে পারছেন না—তাই আমরা চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, আয়া সবাই মিলেই এখন এই কাজটা করছি। সাহসের সঙ্গে সঙ্গে যতটুকু সম্ভব আমাদের পক্ষে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।

‘সব দিন এক করে দিয়েছে করোনা’

কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোর মধ্যে অন্যতম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সকাল থেকে কাজ করছেন বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. শাহজাদ হোসেন মাসুম ও তার সহকর্মীরা।

ডা. শাহজাদ হোসেন বলেন, আমার মতোই শত চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, ওয়ার্ড বয়, আয়া, ক্লিনার আজ দেশের নানা হাসপাতালে ব্যস্ত দিন পার করছেন। করোনাভাইরাসের এই মহামারি আমাদের সব দিন এক করে দিয়েছে। বেশিরভাগই মন খারাপ করারও সময় পাননি।

তিনি বলেন, শত কোটি অভিযোগ আমাদের বিরুদ্ধে। আমরা রোগী দেখি না, কাজ করি না, গ্রামে যাই না। পালিয়ে গেছি, রোগীর কাছে যাচ্ছি না, ঢিল দিয়ে ওষুধ দেই। তারপরও প্রতিটা হাসপাতালে প্রতিটা শিফটে সব স্টাফ উপস্থিত। সবাই কাজ করছেন। এমনকি ৩৯তম বিসিএসে যারা যোগদান করেছেন তারাও একমনে কাজ করে যাচ্ছেন। রোগীদের অনেকেই বাড়ি ফিরছেন। অনেকের অনেক অভিযোগ, আবার অনেকের অনেক প্রশংসা। আমরা কারও কাছে কিছু চাইনি, চাইবোও না। ডা. শাহজাদ বলেন, সামনের সময় কেমন হবে জানি না। হয়তো কঠিন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের এমন বোঝা না দেন, যা আমরা বহন করতে পারবো না।

‘সব দিন এক করে দিয়েছে করোনা’

রাজধানীর শের-ই বাংলা নগরে অবস্থিত পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) ঈদের দিনে কেবল একটি অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার হয়েছে ২০টি। এরমধ্যে সাত জনই শিশু, তারা হাত পা ভাঙা অবস্থায় এসেছে। এই মহামারি পরিস্থিতিতেও জরুরি বিভাগে যে পরিমাণ রোগীর চাপ ছিল ঈদের দিনে, সেটা কল্পনার বাইরে মন্তব্য করে ডা. শুভপ্রসাদ বলেন, ছুটির এ সময়ে এমন সড়ক দুর্ঘটনার রোগী পেয়ে মন খারাপ হয় আমাদের। এই মহামারির দিনে যেখানে সবার জন্য ঘরে থাকার কথা সেখানে তরুণরা মোটরবাইক নিয়ে বাইরে বের হচ্ছে, আর ফাঁকা রাস্তায় দুর্ঘটনাও ঘটছে।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন