X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হঠাৎ বিদ্যানন্দে শিক্ষামন্ত্রী, দিলেন অনুদান

এস এম আববাস
২৯ মে ২০২০, ০৩:১৬আপডেট : ২৯ মে ২০২০, ০৩:১৮

হঠাৎ বিদ্যানন্দে শিক্ষামন্ত্রী, দিলেন অনুদান ২৭ মে বুধবার দুপুর। কোনও প্রটোকল নেই। আগাম কোনও বার্তাও নেই। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ করে একাই হাজির হন বিদ্যানন্দ ফাউন্ডেশনে। তাকে দেখে অনেকটা ঘাবড়ে যাওয়ার মতো অবস্থা ফাউন্ডেশনের কর্মীদের। কিন্তু সেখানেই শেষ নয়। ফাউন্ডেশনে প্রবেশ করেই রান্নাঘর অবধি পৌঁছে যান এবং অনুদানও দেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ঢাকা ব্রাঞ্চের ম্যানেজার সালমান খান এভাবেই ফোনে বিষয়টি জানান।
বুধবার দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনে সুবিধাবঞ্চিত পরিবারের খাবার আয়োজন চলছিলো। ফাউন্ডেশনের কর্মীরা সবাই তখন ব্যস্ত সময় পার করছেন। এই সময় হঠাৎ শিক্ষামন্ত্রীর হাজির হন সেখানে। শিক্ষামন্ত্রীকে এভাবে হঠাৎ পেয়ে ফাউন্ডেশনের কর্মীরা আনন্দে উচ্ছ্বসিত হন।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ফাউন্ডেশনের অনেকেই শিক্ষামন্ত্রীর সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী তাতে সম্মতি দেননি। এরপর শিক্ষামন্ত্রীর সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করে অনুরোধ জানান তারা। এক পর্যায়ে শিক্ষামন্ত্রী তাদের অনুরোধ উপেক্ষা না করে স্বাস্থ্যবিধি মেনে কয়েকটি ছবিও তোলেন। এরপর ফিরে যান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর এই হঠাৎ সফরের এই ঘটনার পর বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট দেওয়া হয়। বুধবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ফাউন্ডেশনের ফেসবুক পেজ দেখে জানতে পারেন শিক্ষামন্ত্রী বিদ্যানন্দ ফাউন্ডেশনে গিয়েছিলেন।

হঠাৎ বিদ্যানন্দে শিক্ষামন্ত্রী, দিলেন অনুদান

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, ‘শিক্ষামন্ত্রী করোনার সময় ছাড়াও গোপনে যেসব অনুদান দেন তা প্রচার করা নিষেধ। তাই শিক্ষামন্ত্রীর এই কর্মসূচির জন্য কোনও প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ঢাকা ব্রাঞ্চের ম্যানেজার সালমান খান বাংলা ট্রিবিউনকে আরও বলেন, শিক্ষামন্ত্রী একাই এসেছিলেন। যাওয়ার সময় কিছু অনুদান দিয়েছেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী কোনও প্রচার চান না। তাই কী দিয়েছেন তা বলা যাবে না।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়