X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পরিবহনে স্বাস্থ্যবিধির গুরুত্ব কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২০, ১১:০০আপডেট : ০১ জুলাই ২০২০, ১০:২১

খিলগাঁও এলাকার চিত্র (ছবি: প্রতিবেদক) করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়লেও রাজধানীতে দিন দিন কমতে শুরু করেছে স্বাস্থ্যবিধি মানার গুরুত্ব। লকডাউনের পর অফিস চালুর প্রথম দিন কিছুটা স্বাস্থ্যবিধি মানতে দেখা গেলেও দিন দিন এর প্রবণতা কমছে। পরিবহন শ্রমিকদের পাশাপাশি সাধারণ যাত্রীদের মধ্যেও ছিল এমন প্রবণতা। তবে কম সংখ্যক স্টাফ দিয়ে অফিস পরিচালনার নির্দেশনা থাকায় কোথাও যাত্রীদের ভিড় দেখা যায়নি। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।

সকালে নগরীর রামপুরা ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, পরিবহনগুলোর হেলপার ডাকাডাকি করে যাত্রী তুলছে। অধিকাংশ পরিবহনে পাশাপাশি দুই সিটেই যাত্রী বসানো হয়েছে, ফাঁকা রাখা হয়নি। ছোট লেগুনা ও শেয়ারড সিএনজি চালিত অটোরিকশাগুলোতে কোনও স্বাস্থ্যবিধি পালন করতে দেখা যায়নি।

একই চিত্র ছিল মৌচাক মোড়েও। এখান থেকে সাধারণ অফিসগামী যাত্রীদের রিকশায় চড়ে অফিসে যেতে দেখা যায়। তবে এই পথ দিয়ে চলাচলকারী গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হয়নি। অধিকাংশ গণপরিবহনে যাত্রী তোলার সময় তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজার ছিল না।

খিলগাঁও রেলগেট থেকে অধিকাংশ মানুষকে রিকশায় গন্তব্যে যেতে দেখা যায়। সেখান থেকে যেসব লেগুনা ছেড়ে গেছে সেগুলোতে গাদাগাদি করে যাত্রী বসেছে। যাত্রীদের কাউকে সামাজিক দূরত্ব মেনে বসানো হয়নি। পরিবহনগুলোর এমন দুরবস্থা দেখে অনেক যাত্রীকে রিকশায় এবং  হেঁটে অফিসের উদ্দেশে যাত্রা করেন।

রাজধানীতে পরিবহনে স্বাস্থ্যবিধির গুরুত্ব কমেছে নাসিমা আক্তার নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মচারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে কোনও পরিবহনে বসার মতো জায়গা নেই। কেউ স্বাস্থ্যবিধি মানছে না। তাই হেঁটে অফিসের দিকে যাত্রা করেছি। এভাবে পরিবহনে উঠলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে।’

নগরীর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক ভবন সংলগ্ন ডিআইটি মোড়ে দেখা যায়, বিভিন্ন জায়গা থেকে হেঁটে অফিসে আসছেন সাধারণ চাকরিজীবীরা। তাদের অধিকাংশই বলছেন, প্রথম কয়েকদিন পরিবহনগুলো স্বাস্থ্যবিধি মেনে চলেছে। কিন্তু গতকাল (বুধবার) থেকে এমন চিত্র আর দেখা যাচ্ছে না। যে যার মতো করে ইচ্ছামতো যাত্রী পরিবহন করছে। কোথাও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে না। পরিবহনগুলোতে জীবাণুনাশক দিয়ে স্প্রে করা হচ্ছে না। তাই বাধ্য হয়ে হেঁটেই অফিসে আসছেন তারা।

সরকারি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান স্টাফ বাসগুলোতে দেখা গেছে আরও ভয়াবহ চিত্র। অধিকাংশ বাসে পাশাপাশি দুই আসনেই যাত্রী বসিয়েছে। যাত্রীদেরওঠানো এবং নামানোর সময়ও সামাজিক দূরত্ব বজায় রাখা হয়নি। এসব দেখভালের জন্য নগরীর গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট পরিচালনাসহ তদারকির কথা বলা হলেও তা দেখা যাচ্ছে না। সিটি করপোরেশন থেকেও জীবাণুনাশক ছিটানোর উদ্যোগ চোখে পড়েনি। তবে দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ বলছে, তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন।

জানতে চাইলে বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) একেএম মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। যারা স্বাস্থ্যবিধি মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জরিমানাও হচ্ছে।’

/এসএস/এনএস/এপিএইচ/ এমএমজে/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা