X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শিক্ষাব্যবস্থা জাতীয়করণে বাজেটে বরাদ্দ দাবি বেসরকারি শিক্ষকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২০, ২১:১২আপডেট : ০৫ জুন ২০২০, ২১:১৭

বাংলাদেশ শিক্ষক সমিতি

আসন্ন বাজেট অধিবেশনে নন-এমপিও এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে প্রয়োজনীয় বরাদ্দের দাবি জানিয়ে সংসদ সদস্যদের চিঠি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। শুক্রবার (৫ জুন) সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপত্র মো. নজরুল ইসলাম রনি বলেন, ‘আসন্ন বাজেটে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থা জাতীয়করণের জন্য প্রয়োজনীয় বরাদ্দের দাবিতে এই চিঠি দেওয়া হয়েছে। আসন্ন বাজেট অধিবেশনে প্রয়োজনীয় বরাদ্দের দাবিতে শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কয়েকজন সংসদ সদস্যকে বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা চিঠি দিয়েছি। পর্যায়ক্রমে আরও সংসদ সদস্যকে আমরা চিঠি দেবো।’

শিক্ষক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্স চিঠি পৌঁছে দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবির পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈষম্য দূর করার দাবি জানানো হয়। বলা হয়, জাতীয়করণ না হওয়া পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস, বাড়িভাড়া, চিকিৎসাভাতার বৈষম্য দূর করতে হবে।  ২৫ শতাংশের পরিবর্তে সরকারি নিয়মে শতভাগ ঈদ বোনাস, এমপিওভুক্ত শিক্ষকদের একহাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতার পরিবর্তে সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দিতে হবে। এছাড়া শিক্ষকদের সারাজীবনের একটি মাত্র টাইমস্কেল বন্ধ রাখা হয়েছে, তা দ্রুত দিতে হবে।

প্রসঙ্গত, আগামী ১০ জুন বাজেট অধিবেশন শুরুর কথা রয়েছে।

 

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে