X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বুয়েটের নতুন উপাচার্যের যোগদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২০, ১৬:৫৭আপডেট : ২৬ জুন ২০২০, ১৬:৫৯

বুয়েটের নতুন উপাচার্যের যোগদান অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য হিসেবে কাজে যোগ দিয়েছেন। শুক্রবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল (ইইই) বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারকে বুয়েটের উপচার্য হিসেবে বৃহস্পতিবার (২৫ জুন) চার বছরের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য। বুয়েটের ১৪তম উপচার্য হিসেবে তিনি দায়িত্ব পেলেন।
অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ১৯৫৮ সালের ডিসেম্বরে ফেনীর দাগনভূঁইয়ার রামনগরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে চাঁদপুরের ডিএন হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৭৫ সালে চাঁদপুর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

১৯৮১ সালে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগ থেকে প্রথম শ্রেণিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন এবং মেধা তালিকায় চতুর্থ স্থান লাভ করেন। ১৯৮৫ সালে বুয়েটের একই বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে ভারতের খড়গপুর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে অপটিকাল ফাইবার কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৬ সালের জুন থেকে ২০০৮ সালের মে পর্যন্ত বুয়েটের ইইই বিভাগের বিভগীয় প্রধান এবং ২০১০ সালের জুন থেকে ২০১২ সালের জুন পর্যন্ত ওই অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বুয়েটেরে সোহরাওয়ার্দী হলের সহকারী প্রভোস্ট হিসেবে ছয় বছর এবং আহসানউল্লাহ হলের প্রভোস্ট হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালের মে পর্যন্ত বুয়েট ছাত্র কল্যাণ পরিদফতরের পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন।

ড. সত্য প্রসাদ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ও ঢাকার চেম্বার অব কমার্সের (ডিসিসি) এই অঞ্চলে টেলিযোগাযোগ খাতের উন্নয়নের জন্য পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে তিনি ডিপিডিসি এবং বিটিসিএল-এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

/এসএমএ/এনএস/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
আজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছরআজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা