X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জাহানারা ইমামের সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২০, ০৩:৩১আপডেট : ২৭ জুন ২০২০, ০৩:৩৬

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন খালেকুজ্জামান শহীদ জননী জাহানারা ইমামের অসমাপ্ত সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। শুক্রবার (২৬ জুন) রাতে শহীদ জননী স্মরণে বাসদ আয়োজিত এক অন্তর্জাল আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

শুক্রবার ছিল শহীদ জননী জাহানারা ইমামের ২৬তম মৃত্যুবার্ষিকী। ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৯৪ সালের এই দিনে আমেরিকার মিসিগানের ডেট্রয়েট নগরীর সাইনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। করোনাভাইরাসের কারণে মাঠপর্যায়ে তেমন কোনও অনুষ্ঠান না হলেও কিছু কিছু সংগঠন তাকে অন্তর্জালে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান করেছে।

আলোচনা সভায় খালেকুজ্জামান বলেন, ‘শহীদ জননী জাহানারা ইমামের ২৬তম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। মুক্তিযুদ্ধের ন্যায্যতা এবং যৌক্তিকতা প্রতিষ্ঠা পায় দুটি দিক থেকে। একটি হলো, চেতনা ও জনগণের আকাঙ্ক্ষা। যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ লড়াই করে, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন। আরেকটি হচ্ছে, এই প্রগতি আন্দোলনের বিপরীতে দাঁড়িয়ে যারা বাধাগ্রস্ত করেছিল, তাদের বিচার। এই বিচার শুধুমাত্র খুন-খারাবির বিচার নয়। এটা হলো প্রগতির একটা স্বীকৃতি।’

তিনি বলেন, ‘আমরা যেটা দেখলাম, জাহানারা ইমামের লড়াই শুধু যুদ্ধাপরাধীদের বিচার ছিল না। এটি ছিল প্রতিক্রিয়ার বিপরীতে প্রগতির স্বীকৃতি, যাতে ভবিষ্যতে যেকোনও প্রতিক্রিয়ার বিরুদ্ধে মানুষ তার প্রগতির লড়াইয়ে শামিল হয়।’

বাসদ সাধারণ সম্পাদক বলেন, ‘একদিকে তিনি ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন, আরেকদিকে তিনি সমাজের ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন। কিন্তু দেখা গেল, ঘাতক-দালালদের আত্মায় তা কুলালো না। তার জীবন অবসানের কালে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হলো। তবু আন্দোলনটাকে জাহানারা ইমাম অব্যাহত রেখেছেন। কিন্তু তার মৃত্যুর পরে সেটা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পরিবর্তে মুক্তিযুদ্ধের বাণিজ্য শুরু হলো। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে সেটা দিয়ে শাসকদের ক্ষমতায় থাকার পথ তৈরি হলো, যা জাহানারা ইমাম চাননি। অনেক রাজনৈতিক শক্তি এখন আর তার কথাটা বলে না। মুখে হয়তো জাহানারা ইমামের কথাটা বলে, কিন্তু বাস্তবে তার লড়াইয়ের অন্তর্নিহিত বিষয়টাকে সামনে আনতে চায় না। সেই অসমাপ্ত লড়াইটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তাদের কোনও আগ্রহ বা আকাঙ্ক্ষা নেই।’

বাসদ ও বামপন্থী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি আমাদের দল এবং বামপন্থীদের আহ্বান জানাবো, আজকে শহীদ জননী জাহানারা ইমামের স্মরণের মধ্য দিয়ে তার সংগ্রাম এবং তার অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি ঘাতক দালাল যারা ছিল তাদের শারীরিক বিচারের পাশাপাশি তাদের ভাবাদর্শের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম চালানো দরকার। আমরা বামপন্থী দল এই সংগ্রাম এগিয়ে নিয়ে যাব।’

এদিকে বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিনে ‘জননী সাহসিকা সুফিয়া কামাল ও শহীদ জননী জাহানারা ইমাম শ্রদ্ধাঞ্জলি’ নামে একটি অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়েছে।

 

 

/এইচএন/ এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা