X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

দেশের প্রথম ভার্চুয়াল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হলো ইউল্যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ২২:৪২আপডেট : ০১ জুলাই ২০২০, ২৩:৪৭

ভার্চুয়াল ওরিয়েন্টেশনে অংশ নেওয়া অতিথিরা দেশে প্রথমবারের মতো ভার্চুয়াল ওরিয়েন্টেশন করলো বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। অনলাইন শিক্ষায় নিজেদের তৈরি করতে নতুন শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বুধবার (১ জুলাই) ভার্চুয়াল সামার ওরিয়েন্টেশন করে ইউল্যাব।

ভার্চুয়াল এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড রফিকুল ইসলাম, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইউল্যাবের প্রাক্তন ছাত্রী প্রিয়াংকা চৌধুরী।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ-এর ভাইস প্রেসিডেন্ট কাজী আনিস আহমেদ, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য আমিনা আহমেদ, ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) ফয়জুল ইসলামসহ সব বিভাগীয় প্রধান এবং শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তারা।

পুরো শিক্ষা অনলাইনে নেওয়ার কাজ করছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে বলেন, ‘সব সংকটের মধ্যেই সম্ভাবনা থাকে। সংকটের সময় আমরা কতটা সফল তা নির্ভর করে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারছি কিনা তার ওপর। পারিবারিক বন্ধনকে সমৃদ্ধ করতে আমরা এই সময়কে ব্যবহার করতে পারি, আমাদের সামাজিক মূল্যবোধের চর্চা করতে পারি। করোনা সংকট কেটে গেলে পেছনে ফিরে তাকিয়ে আমরা যখন টুয়েন্টি টুয়েন্টি দেখবো তখন যেন আমাদের স্মৃতি হতাশার না হয় সেজন্য করোনার এই সময়টায় কিছু দক্ষতা অর্জন করতে পারি।’

নতুন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা সৌভাগ্যবান যে এমন একটি বিশ্ববিদ্যালয়ে আজ যাত্রা শুরু করছেন, যে বিশ্ববিদ্যালয়ে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক কায়সার হক, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক ইমরান রহমানেরর মতো দেশবরেণ্য শিক্ষক রয়েছেন।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘লিবারেল আর্টসের যে কনসেপ্ট হিউম্যানিটিজ, সোস্যাল সায়েন্সেস, ন্যাচারাল সায়েন্সেস, আর্টস, এগুলো সব মিলিয়ে ইউনিভার্সাল আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবার যে একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা এবং জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞানের মধ্য দিয়ে নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা, লিবারেল আর্টসকে সেভাবেই দেখা হয়। লিবারেল আর্টস সেভাবেই একজন মানুষকে তৈরি করে। ইউল্যাব জ্ঞানচর্চার একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে, আমাদের দেশে যেরকম মানবসম্পদ প্রয়োজন সেরকম মানবসম্পদ হয়ে আপনারা তৈরি হবেন।’

অনলাইন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের তৈরি হওয়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘সময় এসেছে জানার কীভাবে বিকল্পভাবে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। আমরা শুধু গ্রাজুয়েট তৈরি করতে চাই না। গ্রাজুয়েট তৈরির পাশাপাশি আমরা সৃষ্টিশীল ভালো মানুষও তৈরি করতে চাই।

শিক্ষার্থীদের উদ্দেশে অনুষ্ঠানে কাজী নাবিল বলেন, ‘তোমাদের অধিকাংশ অনলাইনে প্রশিক্ষিত প্রথম প্রজন্মের ছাত্রছাত্রী। অতীতে যখন সব এনালগ পদ্ধতি ছিল সে সম্পর্কে তোমাদের ধারণা নেই। তোমরা প্রথম প্রজন্ম যারা দেখাবে এবং শেখাবে কীভাবে ভিন্নভাবে কোনও কাজ করতে হয়। আগামী চার বছর প্রকৃতপক্ষে তোমাদের কাছ থেকে শেখার সময়। আমরা অধীর আগ্রহে আগামী কয়েক বছর সেটি দেখবো।’
আগামী কয়েক বছর শিক্ষার্থীরা সবচেয়ে ভালো সময় কাটাবে উল্লেখ কাজী নাবিল বলেন, ‘আমি বলতে চাই—আজ থেকে ১০, ২০ বা ৪০ বছর পরে যখন তোমরা পেছনে তাকাবে তখন দেখবে এই সময়ে তোমরা যা শিখেছো সেটি তোমাদের ভবিষ্যৎ গড়তে সহায়তা করেছে। একজন সাবেক ছাত্র এবং ইউল্যাব পরিবারের সদস্য হিসেবে অত্যন্ত আগ্রহের সঙ্গে তোমরা ভবিষ্যতে কী করো সেটি পর্যবেক্ষণ করবে। এ ধরনের মহামারি বা বিশেষ পরিস্থিতিতে কীভাবে শিক্ষা দেওয়া সম্ভব সেটি অন্য ছাত্রদের জন্য পথিকৃত তোমরা। আমরা এখানে শুধু তোমাদের শেখাতে আসিনি, আমরা তোমাদের কাছ থেকে শিখতে আগ্রহী।’

শিক্ষার্থীদের উদ্দেশে কাজী নাবিল বলেন, ‘আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করবো বন্ধু ও সামাজিক যোগাযোগ এবং অন্যান্য নেটওয়ার্ক তৈরি করার জন্য এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো। পড়াশোনা করার জন্য তোমাদের বাবা-মা অনেক অর্থ ব্যয় করছেন এবং আমাদের ওপর বিশ্বাস করে তোমাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। আমরা এই দায়িত্ব অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং আমাদের সাধ্যের মধ্যে যতটুকু করা সম্ভব আমরা করবো।’

/এসএমএ/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বশেষ খবর
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট