X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অন্তঃসত্ত্বা নারীর লাশ গুম: চিকিৎসক দম্পতি দুই দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২০, ২১:১২আপডেট : ১৫ জুলাই ২০২০, ০০:৫২

আদালত রাজধানীর উত্তরখানের কোনাবাড়ি এলাকায় গর্ভপাত করানোর সময় এক নারী মারা গেলে তার লাশ গুম করা হয়। এই অভিযোগে দায়ের হওয়া মামলায় ভুয়া চিকিৎসক দম্পতির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডপ্রাপ্তরা হলেন গোলাম রাব্বানী ও তার স্ত্রী হাসিনা। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে তাদের রিমান্ডের আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মঙ্গলবার উত্তরখান থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হারেজ মিয়া আসামিদের পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

পুলিশ জানায়, গত ৩ জুলাই উত্তরখানের আমাইয়া এলাকা থেকে মালা রানী নিখোঁজ হন। তার স্বামী হরি গোপাল দাস তার স্ত্রীকে খুঁজছিলেন। কিন্তু কোথাও পাচ্ছিলেন না। ৩ জুলাই এক অজ্ঞাত ব্যক্তির মোবাইল নম্বর থেকে ফোন করে গোপালকে জানানো হয়, মালা রানী যেখানেই আছেন, ভালো আছেন এবং রাতে সেখানেই থাকবেন। ওই দিন রাতে মালা রানী বাসায় ফেরেননি। ৪ জুলাই পর্যন্ত অপেক্ষা করে হরি গোপাল দাস ওই নম্বরে ফোন দেন। তবে কেউই ফোন রিসিভ করেননি। ৫ জুলাই মালা রানীর  নিখোঁজের বিষয়ে উত্তরখান থানায় জিডি করেন তার স্বামী হরি গোপাল দাস।

পরবর্তীতে ওই ফোন নম্বরের ব্যক্তিকে খোঁজা শুরু করে পুলিশ। পুলিশ জানতে পারে ফোন নম্বরটি গোলাম রাব্বানী নামে এক ব্যক্তির। তার বাসা উত্তরখানের তালতলা বালুর মাঠ এলাকায়। কিন্তু সেই বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। ১৩ জুলাই সকালে মিরপুর পল্লবীর একটি বাসা থেকে গোলাম রাব্বানী ও তার স্ত্রী হাসিনাকে গ্রেফতার করে পুলিশ। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করেন—গত ৩ জুলাই  মালা রানীকে ওষুধ খাইয়ে গর্ভপাত করানোর চেষ্টা করেন। এতে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ৪ জুলাই বিকাল সাড়ে ৫টায় মালা রানী মারা যান। এরপর তাকে একটি বস্তায় ভরে ডোবায় ফেলে দেন গোলাম রাব্বানী ও তার স্ত্রী। পুলিশ ওই ডোবা থেকে মালার বস্তাবন্দি লাশ উদ্ধার করে।

/টিএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ