X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যবিধি ভঙ্গ করে ওলামা পরিষদের গণজমায়েত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২০, ১৭:৫৩আপডেট : ১৭ জুলাই ২০২০, ২০:১৮

স্বাস্থ্যবিধি ভঙ্গ করে ওলামা পরিষদের গণজমায়েত করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে ওয়াজ মাহফিল, তীর্থযাত্রাসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সরকারের এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে শুক্রবার (১৭ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গণজমায়েত করেছে জাতীয় ওলামা পরিষদ। এমনকি সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ না করে মাস্কহীন অবস্থায় জড়ো হন সংগঠনটির নেতাকর্মীরা। এদের মধ্যে কওমি মাদ্রাসার শিশু শিক্ষার্থীদেরও দেখা গেছে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৫৪৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৩৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হয়েছেন এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম রোধ ও  স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জোর দিচ্ছে সরকার। এজন্য গত মার্চ মাসে নির্দেশনা দেওয়া হয় সারা দেশে ওয়াজ মাহফিল, তীর্থযাত্রাসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমাবেশ বন্ধ রাখার।

স্বাস্থ্যবিধি ভঙ্গ করে ওলামা পরিষদের গণজমায়েত এ অবস্থায় শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হতে থাকেন ওলামা পরিষদের নেতারা।  মসজিদের উত্তর গেটে ব্যানার নিয়ে সামাজিক দূরত্ব বজায় না রেখে দাঁড়ান সংগঠনটির নেতাকর্মীরা। মাইকে বক্তব্য রাখেন সবাই। যদিও মসজিদের গেটে নিরাপত্তায় ছিলেন পুলিশ সদস্যরা। তবে এই গণজমায়াত ঠেকাতে তাদের কোনও উদ্যোগ দেখা যায়নি।

কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতেএই গণজমায়েত করেছে জাতীয় ওলামা পরিষদ। এর আগে বুধবার (১৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনেও এই দাবি জানিয়েছিল সংগঠনটি। সেদিনও জাতীয় ওলামা পরিষদের কোনও নেতাকে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে দেখা যায়নি। কারও মুখে ছিল না মাস্ক। এমনকি কেউ সামজিক দূরত্ব বজায় রেখে আসন গ্রহণ করেননি। সেদিনই তারা ঘোষণা দিয়েছিলেন শুক্রবার বাদজুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গণসমাবেশ করার।

এই সংগঠনের সভাপতির দায়িত্বে আছেন মাওলানা আব্দুল হামিদ (মধুপুর পীর)। যদিও শুক্রবারের গণজমায়েতে তাকে দেখা যায়নি। ওলামা পরিষদের উপদেষ্টা মাওলানা নূর হোসেন কাসেমীর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লাহ দাবি আদায় না হলে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দেন।

স্বাস্থ্যবিধি ভঙ্গ করে ওলামা পরিষদের গণজমায়েত

ওলামা পরিষদের উপদেষ্টা মাওলানা নূর হোসেন কাসেমী একই সঙ্গে ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি। বিএনপি-জামায়াতভুক্ত ২০ দলীয় জোটের শরিক জমিয়তে ওলামা ইসলামের মহাসচিবও তিনি।

নূর হোসেন কাসেমী চামড়া শিল্পকে রক্ষার জন্য সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি  জানান। গণজমায়েতে আরও উপস্থিত ছিলেন মাওলানা শরীফুল্লাহ, মাওলানা ফজলুল করীম কাসেমী প্রমুখ।

ছবি: চৌধুরী আকবর হোসেন

 

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা