X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

খাঁ খাঁ করছে বাস কাউন্টার

সাদ্দিফ অভি
৩১ জুলাই ২০২০, ২২:৪৮আপডেট : ০১ আগস্ট ২০২০, ০৯:৩৩

গাবতলী বাস টার্মিনাল

রাত পেরোলেই ঈদ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটছে মানুষ। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাস টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেলেও শুক্রবার (৩১ জুলাই) ঠিক উল্টো চিত্র দেখা গেছে। বাস কাউন্টারে দায়িত্বরত ব্যক্তিরা বলছেন, যাত্রী যা যাওয়ার আগেই চলে গেছে। এখন যা আছে, তা ‘রানিং পেসেঞ্জার’। যদি গাড়ি ভরে তাহলে ছাড়বে। তবে তারা এও বলছেন, ঈদের আগের দিন সাধারণত অন্যান্য সময় এমন খাঁ খাঁ করা চিত্র দেখা যায় না।

শুক্রবার দুপুরের পর রাজধানীর কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় অন্যরকম এক চিত্র। ঈদের আগের দিন বাড়ি ফেরা মানুষের চাপ এবং উপচে পড়া ভিড় থাকার কথা থাকলেও সেখানে যাত্রীর অভাবে খাঁ খাঁ করছে। কল্যাণপুরে হানিফ পরিবহনের কাউন্টার ইনচার্জ সোহেল বলেন, ‘তুলনামূলকভাবে আজকে যাত্রী কম। আমাদের টিকিট সব আগেই বিক্রি হয়ে গেছে। এখন যা যাত্রী আসছে এরা রানিং প্যাসেঞ্জার, অর্থাৎ গাড়ি পাওয়া সাপেক্ষে যাবে আরকি।’

অনেকটা একই কথা জানালেন এস আর ট্রাভেলসের এক কর্মকর্তা। নাম প্রকাশ না করে তিনি বলেন, ‘ঈদের যাত্রী যা যাওয়ার চলে গেছে। অল্প কিছু গাড়ি আছে, ওগুলোর টিকিটও আগেই বিক্রি হয়ে গেছে। কোনও গাড়ি খালি নেই।’

গাবতলী টার্মিনালেরও একই দশা। সেখানে খুব অল্প সংখ্যক যাত্রীর দেখা মেলে। যারা আছেন তাদের বেশিরভাগই ‘রানিং গাড়ির’ যাত্রী বলে জানান ঈগল পরিবহনের ম্যানেজার। তিনি বলেন, ‘টিকিটের যাত্রী এখন তেমন কেউ নেই। যা যাওয়ার বৃহস্পতিবারই সব চলে গেছে।’ টার্মিনালে অপেক্ষমাণ বাসও কম আছে।

সকালে বেশকিছু যাত্রী থাকলেও দুপুরের পর থেকে যাত্রী সংখ্যা অনেক কম বলে জানান বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম সামিরুল ইসলাম। তিনি বলেন, ‘দুপুরের পর থেকে যাত্রীর কোনও চাপ নেই। সকালে কিছুটা ছিল। এছাড়া, ভিজিলেন্স টিম কাজ করছে এখানে। যাত্রীদের কোনও অভিযোগ নেই।’

তিনি আরও  বলেন, ‘আজকে স্বাস্থ্যবিধি না মানায় এবং অতিরিক্ত ভাড়া রাখার অপরাধে ১২টি মামলায়  ৪০ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।’

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা