X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মসজিদের ঈদের জামাতে থাকবে পুলিশের ভিডিও ক্যামেরা

আমানুর রহমান রনি
৩১ জুলাই ২০২০, ২৩:১৭আপডেট : ০১ আগস্ট ২০২০, ০০:৫৬


করোনাকালে বায়তুল মোকাররমে অনুষ্ঠিত ঈদুল ফিতরের জামাত হঠাৎ জঙ্গি হামলার আশঙ্কা, ফের নড়েচড়ে বসেছে দেশের পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। এই আশঙ্কার মধ্যেই শনিবার ১ আগস্ট পালিত হবে পবিত্র ঈদুল আযহা। এজন্য ঈদুল আযহার জামাত উপলক্ষে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে ঢাকা মহানগরের মসজিদের ঈদের জামাতগুলো ঘিরে পুলিশ বিশেষ নিরাপত্তা বলায় থাকবে। তবে পুলিশ নাগরিকদের আশ্বস্ত করেছেন আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার ওয়ালিদ মো. ওয়ালিদ হোসেন বাংলা ট্রিবিউন বলেন, ‘করোনাভাইরাসের মহামারির কারণে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার কোনও ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে না। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এই মসজিদের প্রতিটি জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মসজিদের জামাতে আসা মুসল্লিদের আর্চয়ের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এছাড়াও মসজিদের ফটকে ও চত্বরে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ থাকবে।’

শনিবার সকালে ঈদুল আজহার প্রধান জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায়। এবার এই মসজিদে ছয়টি জামাত অনুষ্ঠিত হবে।

বয়তুল মোকাররম ছাড়াও ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় প্রতিটি ওয়ার্ডের মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে গুলশান সেন্ট্রাল মসজিদ, মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, সরকারি আলিয়া মাদ্রাসা, ধানমণ্ডি ঈদগাহ মসজিদ, ধানমণ্ডি তাকওয়া মসজিদ, ধানমণ্ডির বায়তুল আমান মসজিদে  পুরান ঢাকা তারা মসজিদ, বংশাল বড় মসজিদ, নিমতলী ছাতা জামে মসজিদ, নাজিরা বাজার আহলে হাদিস মসজিদ, চকবাজার জামে মসজিদ, যাত্রাবাড়ী মারকাজ জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও শহীদুল্লাহ্ হল জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন এলাকার মসজিদে ঈদের জামাত শেষে পশু কোরবানী শুরু হবে।

ওয়ালিদ হোসেন বলেন, ‘যেসব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সেগুলোতে নিরাপত্তার বিষয়ে শুক্রবার থেকেই কাজ শুরু হয়েছে। প্রতিটি মসজিদে ভিডিও ক্যামেরা, আর্চওয়ে, মেটেল ডিটেক্টর থাকবে। মুসল্লিদের মসজিদে ছাতা বা ব্যাগ নিয়ে না আসতে অনুরোধ করা হয়েছে।’

প্রত্যেক মুসল্লিকে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে ঈদগাহে প্রবেশ করতে হবে। ঈদগাহের চতুর্থদিকে ও ভেতরে সর্তক অবস্থায় থাকবে ইউনিফর্মে ও সাদা পোষাকে পুলিশ। জাতীয় ঈদগাহে ও তার আশপাশের নিরাপত্তায় সিসি ক্যামেরা মনিটরিং করবে পুলিশ।

শুক্রবার ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ডগ স্কোয়ার্ড দিয়ে বায়তুল মোকারম চত্বর সুইপিং করা হয়েছে। শনিবার সকালে বায়তুল মোকারমে ঈদ জামাতের সময় ডিএমপির বিশেষ টিম কাজ করবে।

র‍্যাবসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে ডিএমপি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলবেন বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে, ঈদুল আযহাকে সামনে রেখে রাজধানীতে টহল বাড়িয়েছে র‍্যাব। বাহিনীর বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যরা ঈদকে সামনে রেখে শহরকে নিরাপদ রাখতে নিরাপত্তা ব্যবস্থার ছক প্রস্তত করেছে।

র‍্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালত লে. ক. আশিক বিল্লাহ জানান, নাগরিকদের নিরাপদে ঈদুল আযহা পালনের জন্য র‍্যাব কাজ করছে।

নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে টহলের পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশ ও র‍্যাব চেক পোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছে। সন্দেহভাজন ব্যক্তিদেরও তল্লাশি করা হচ্ছে।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!