X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শারীরিক উপস্থিতিতেও উচ্চ আদালতে বিচারকাজ চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২০, ১৯:৫৬আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২০:৩৫

সুপ্রিম কোর্ট করোনা পরিস্থিতিকে বিবেচনায় রেখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল আদালতের পাশাপাশি শারীরিক উপস্থিতিতেও আদালতে বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

সভার সিদ্ধান্ত অনুসারে আগামী সপ্তাহ থেকে ভার্চুয়াল আদালতের পাশাপাশি শারীরিক উপস্থিতিতেও আদালত পরিচালিত হবে। প্রায় ৪০ জন হাইকোর্ট বিভাগের বিচারপতি শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার ইচ্ছা প্রকাশ করেন। এতে করে ২২ থেকে ২৩টি বেঞ্চে উপস্থিতিতে বিচারকাজ পরিচালিত হতে পারে। তবে যারা শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনা করতে ইচ্ছুক নন তাদের ভার্চুয়াল বেঞ্চ দেওয়ার সিদ্ধান্ত হয়।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সুপ্রিম কোর্টসহ দেশের সব অধস্তন আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে গত ৯ মে রাষ্ট্রপতি ভার্চুয়াল আদালত পরিচালনার অর্ডিন্যান্স জারি করেন। ওই অর্ডিন্যান্সের আলোকে ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য গত ১০ মে সুপ্রিম কোর্ট উচ্চ আদালত এবং অধস্তন আদালতের জন্য পৃথক পৃথক প্র্যাকটিস নির্দেশনা জারি করেন। এরপর ভার্চুয়াল আদালতের বিষয়ে আইন তৈরির পর দেশের আদালতগুলোতে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকার্য পরিচালিত হতে শুরু করে। তবে গত ৫ আগস্ট থেকে দেশের অধস্তন আদালতগুলোয় শারীরিক উপস্থিতির মাধ্যমে বিচারকাজ শুরু হয়।

/বিআই/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
জেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
নির্মাণাধীন ভবনমালিকদের মেয়র তাপসের হুঁশিয়ারি
নির্মাণাধীন ভবনমালিকদের মেয়র তাপসের হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…