X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চার নাইজেরিয়ানসহ পাঁচ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২০, ২০:১৬আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২০:১৬

রিমান্ড রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার চার নাইজেরিয়ান ও এক বাংলাদেশিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৭ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রিমান্ডপ্রাপ্ত নাইজেরিয়ানরা হলেন—অনুরাহ নামদি ফ্রাংক (৩২), উদেজ ওবিনা রুবেন (৪১), ম্যাকদুহু কেভিন (৪১) ও ফ্রাংক জ্যাকব (৩৫) এবং বাংলাদেশি হলেন—টুম্পা আক্তার (২৩)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার কাফরুল থানার মামলায় তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে হাজির করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে র‍্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক লে.  ক. আশিক বিল্লাহ জানান, পল্লবী ও মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দু’টি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ব্যাংকে অর্থ জমাকৃত বই, চেকবই,  ১২টি মোবাইল ফোন, একটি প্রাইভেট জিপ গাড়ি, নগদ তিন লক্ষাধিক টাকা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে দামি উপহার পাঠানোর লোভ দেখিয়ে অভিনব পদ্ধতিতে অনেক লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল সংঘবদ্ধ চক্রটি। এই গ্রুপের টুম্পা আক্তার নিজেকে বাংলাদেশের একজন কাস্টমস কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

র‍্যাব আরও জানায়, চক্রটি হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক ইত্যাদির দ্বারা তাদের মার্কিন নাগরিক হিসেবে পরিচয় দিতেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির পর এক পর্যায়ে দামি উপহার বাংলাদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার জাল বিছাতেন। বাংলাদেশের কাস্টম অফিসার পরিচয়ে টুম্পা আক্তার ফোন দিয়ে উপহার আসার কথা বললে তার বিশ্বাসযোগ্যতা বাড়ে এবং পার্সেলটি ছাড়াতে কাস্টমস ভ্যাট/শুল্ক বাবদ টাকা জমা দেওয়ার কথা বলা হয়।

 

/টিএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী