X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ডিএনসিসিতে আজ থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কর্মসূচি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২০, ০৯:৩৮আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০৯:৩৮

ডিএনসিসি বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কর্মসূচি ‘মাস স্ক্রিনিং টেস্ট ফর ডেঙ্গু’ কর্মসূচি শুরু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ শনিবার (৮ আগস্ট) থেকে শুরু হয়ে এ কর্মসূচি আগস্ট মাস জুড়ে চলবে। কারও ডেঙ্গু জ্বরের উপসর্গ দেখা দিলে তিনি যেন সহজে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাতে পারেন, সে জন্য এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে ডিএনসিসি এলাকার ৪০টি নগর মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা চলমান রয়েছে।

‘মাস স্ক্রিনিং টেস্ট ফর ডেঙ্গু’ কর্মসূচির আওতায় এই ৪০টি নগর মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি নিম্নবর্ণিত তারিখ ও স্থানে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। স্থানগুলো হচ্ছে—

১ নম্বর ওয়ার্ড: ১৩ আগস্ট—নব জাগরণী ক্লাব, সেক্টর-৪, উত্তরা।

৯ নম্বর ওয়ার্ড: ৮ আগস্ট—বাগবারি এসসি, ১২২/ক, দুয়ানী পাড়া, কমরুদ্দিনের বাসা। ১৬ আগস্ট—২৫ দিয়াবাড়ি এসসি, নাজিমুদ্দিনের বাড়ি। ২৫ আগস্ট—৭০ হরিরামপুর  মৃত শামসুল হকের বাড়ি, জহির ফার্মেসির পেছনে। ৩১ আগস্ট—সিটি কলোনি, নিউ ফোরলেন, খলিলের বাসা, মসজিদের কাছে।

 ১০ নম্বর ওয়ার্ড: ১৮ আগস্ট—ওয়ার্ড কাউন্সিলর অফিস।

১১ নম্বর ওয়ার্ড: ২২ আগস্ট—ওয়ার্ড কাউন্সিলর অফিস।

১২ নম্বর ওয়ার্ড: ৮ আগস্ট—টিটু মিয়ার বাড়ি, ৫৪/৭, এ, শাহ আলী বাগ, মিরপুর-১। ১০ আগস্ট—পাইকপাড়া সমিতি ঘর, পাইকপাড়া, মিরপুর-১। ১৩ আগস্ট—বাস্তুহারা সমিতি ঘর, ৭০৭, জনতা হাউজিং বস্তি, মিরপুর-১। ১৮ আগস্ট—মমিনের বস্তি, উত্তর টোলারবাগ, মিরপুর-১। ২৭ আগস্ট—নাহার কেজি স্কুল, ১৪৪/ক, শাহ আলী বাগ, মিরপুর-১, ঢাকা।

১৩ নম্বর ওয়ার্ড: ৯ আগস্ট—৮২৪, মনিপুর।

১৬ নম্বর ওয়ার্ড: ২০ আগস্ট—ওয়ার্ড কাউন্সিলর অফিস। ৩০ আগস্ট—জসিম মোল্লার বাড়ি, আলুব্দী গ্রাম, মিরপুর, ঢাকা। ৮ আগস্ট—বিশ্বভিলা, বাড়ী-১৭, রোড-৬, রুপনগর, মিরপুর, ঢাকা। ১৬ আগস্ট—বাড়ি-৯৫, রোড-৬, ব্লক-খ, উত্তর বিশিল, মিরপুর-১, ঢাকা। ২৩ আগস্ট—রহিমের ক্লাব, ব্লক-ট (বস্তি), সেকশন-৬, মিরপুর, ঢাকা।

১৭ নম্বর ওয়ার্ড: ২৬ আগস্ট—সিকদার স্কুল, খিলখেত।

১৮ নম্বর ওয়ার্ড: ২২ আগস্ট—আওয়ামী লীগ ক্লাব, কালাচাঁদপুর। ১৫ আগস্ট—কাউন্সিলর অফিস।

১৯ নম্বর ওয়ার্ড: ১০, ১৭, ১৮, ২৪, ২৫ ও ৩১ আগস্ট—কড়াইল বস্তি, মহাখালী।

২০ নম্বর ওয়ার্ড: ১০, ১৭, ১৮, ২৪, ২৫ ও ৩১ আগস্ট—কমিশনারের র্কাযালয়, ওয়্যারলেস, মহাখালী।

২১ নম্বর ওয়ার্ড: ৮, ১৮, ২২, ২৫, ২৯ আগস্ট—বাড্ডা জাগরণী ক্লাব, দক্ষিণ বাড্ডা। বাড্ডা হাইস্কুল, গুদারাঘাট, মধ্যবাড্ডা।   

২২ নম্বর ওয়ার্ড: ৯ আগস্ট—২১৮/৭/সি, বালুর মাঠ, পূর্ব রামপুরা। ১৩ আগস্ট—১৪৪/১ পূর্ব উলন, রামপুরা। ১৮ আগস্ট—আওয়ামী লীগ অফিস, জামতলা, পূর্ব রামপুরা। ১৯ আগস্ট—১৪৯/৩/১, জাহাঙ্গীর বস্তি, বাগিচার টেক। ২৬ আগস্ট—৫২/৪, উলন ঝিল পাড়, পশ্চিম রামপুরা।

২৩ নম্বর ওয়ার্ড: ৯ আগস্ট—দাবানল ক্লাব, ৩৮/৬, পূর্ব হাজিপাড়া। ১২ আগস্ট—কমিশনার অফিস, ৩৩০/বি, তাল তলা, নতুন বাজার। ১৮ আগস্ট—২৮ এ/২, মৌলভীর টেক। ২২ আগস্ট—মুক্তিযুদ্ধ ক্লাব, হাজিপাড়া। ২৬ আগস্ট—মালিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৭ আগস্ট—৩৮/৪, পশ্চিম মালিবাগ।

২৪ নম্বর ওয়ার্ড: ২৭ আগস্ট— দিপিকার মোড়, আওয়ামী লীগ ক্লাব, সাত রাস্তার মোড়ের পার্শ্ববর্তী।

২৫ নম্বর ওয়ার্ড: ৮, ১৫, ২২ আগস্ট—কমিশনার বাড়ি। ১১, ১৮, ২৫, ৩০ আগস্ট—ভুলু সাহেবের বাড়ি।

২৬ নম্বর ওয়ার্ড: ১৬ আগস্ট—বিকে আফতাব স্কুল, তেজকুনীপাড়া। ২২ আগস্ট—৮৪, পূর্ব তেজতুরী বাজার কল্যাণ সমিতি।

২৭ নম্বর ওয়ার্ড: ৮ আগস্ট—আগারগাঁও পাকা মার্কেট। ১০ আগস্ট—১০৩, মনিপুরী পাড়া কল্যাণ সমিতি। ১৯ আগস্ট—১৬/২, গার্ডেন রোড। ২৬ আগস্ট—নাজনীন স্কুল অ্যান্ড কলেজ, পূর্ব রাজাবাজার।

২৮ নম্বর ওয়ার্ড: ২৬ আগস্ট—হানিফ মডেল মালিক সমিতির ক্লাব, পশ্চিম আগারগাঁও।

২৯ নম্বর ওয়ার্ড: ১৬ আগস্ট—বাড়ি-১৪৫/ক, পিসি কালচার হাউজিং সোসাইটি, জহুরীমহল্লা। ১৭ আগস্ট—বাড়ি নং-৬বি/৯ আজিজ মহল্লা, মাজার রোড, মোহাম্মদপুর। ২২ আগস্ট—বাড়ি নং-৫/৫, আজিজ মহল্লা, মাজার রোড, মোহাম্মদপুর। ২৪ আগস্ট—বাড়ি-১৪৫/ক, পিসি কালচার হাউজিং সোসাইটি, জহুরী মহল্লা। ২৬ আগস্ট—বাড়ি নং ২১/২, বিজলী মহল্লা, চিরমিয়ার রোড, মোহাম্মদপুর। ১৮ আগস্ট—বাড়ি নং-৬১, রোড নং-০১, ঢাকা হাউজিং, আদাবর। ২৩ আগস্ট—ওয়াল্ড ভিশন অফিস, রোড-৬, ঢাকা হাউজিং, আদাবর। ২৫ আগস্ট—হালিম সরদারের বাড়ি, রোড-১৭, আদাবর। ২৯ আগস্ট—বাড়ি নং-১৬, রোড-০১, সুনিবিড় হাউজিং, আদাবর।

৩০ নম্বর ওয়ার্ড: ১০ আগস্ট—আলালের বাড়ি, রোড-১৮, মনসুরাবাদ, আদাবর।

৩১ নম্বর ওয়ার্ড: ১৭ ও ২৪ আগস্ট—টাউন হল কমিশনার অফিস মোহাম্মদপুর।

৩২ নম্বর ওয়ার্ড: ১৮ আগস্ট—জেনেভা ক্যাম্প, এসপিজিআরসি ক্লাব, হুমায়ন রোড, মোহাম্মদপুর।

৩৩ নম্বর ওয়ার্ড: ১২ আগস্ট—বছিলা মিনি ক্লিনিক, বছিলা।

৩৪ নম্বর ওয়ার্ড: ৯ ও ১৬ আগস্ট—রায়েরবাজার কমিউনিটি সেন্টার।

৩৫ নম্বর ওয়ার্ড: ৮, ১২, ১৯, ২২, ২৬, ২৯ আগস্ট—২১০, পাগলামাজার, নয়াটোলা, মগবাজার। ২৭৭/ই, আমবাগান, নয়াটোলা, মগবাজার।

৩৬ নম্বর ওয়ার্ড: ৯, ১৬, ১৮, ২৩, ২৫ আগস্ট—৫৩৬, পয়োরাবাগ, মগবাজার। ৪৫/২, হক সাহবের বাড়ি, নিউ ইস্কাটন। ৯, ১৬, ১৮, ২৩, ২৫ আগস্ট—কমিশনারের কার্যালয়, মধুবাগ, মগবাজার।

৪০ নম্বর ওয়ার্ড: ২৭ আগস্ট—সোলমাইদ প্রাইমারি স্কুল। ১৯ আগস্ট-উদ্দীপন হেলথ কেয়ার, ভাটারা। ২৪ আগস্ট—মা ও শিশু স্বাস্থ্য সেবা ক্লিনিক, ভাটারা।

৪৮ নম্বর ওয়ার্ড: ২৪ আগস্ট—হোলান মহিলা মাদ্রাসা।

৪৯ নম্বর ওয়ার্ড: ১০ আগস্ট—গাজী নাসিরের বাড়ি, মোল্লার টেক।

৫০ নম্বর ওয়ার্ড: ১৮ আগস্ট—ওয়ার্ড কাউন্সিলর অফিস।

৫১ নম্বর ওয়ার্ড: ২০ আগস্ট—কল্যাণ সমিতি-১১, সেক্টর-১১, উত্তরা।

এছাড়া নিম্নে বর্ণিত ৪০টি মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা অব্যাহত থাকবে: 

অঞ্চল-১ (উত্তরা): নগর মাতৃসদন, বাড়ি-১১, রোড-১১, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-১, বাড়ি-৯২, রোড-১২, সেক্টর-১০, উত্তরা মডেল টাউন, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-২, কবরস্থানের উত্তর পূর্ব পাশে, রোড-১০/এফ, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ২৩৫/২৩৬, দারোগা বাড়ি, মধুপুর চৌরাস্তা ফায়দাবাদ, উত্তরা মডেল টাউন, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, ১৫০ আশকোনা মেডিক্যাল রোড, এয়ারপোর্ট, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, ১৩৪/৪, কাজী বাড়ি রোড, কুড়িল চৌরাস্তা, কুড়িল, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৬, বাড়ি- ৩২৫, আনিচবাগ, কলেজ রোড, চেয়ারম্যান বাড়ি, ঢাকা।

অঞ্চল-২ (মিরপুর-২): সূর্যের হাসি ক্লিনিক, বাড়ি নং-১, রোড- ৯, ব্লক-ডি, সেকশন-১২, মিরপুর; রাড্ডা এমসিএইচএফপি সেন্টার, সেকশন-১০, মিরপুর; সূর্যের হাসি ক্লিনিক, রোড ১, ব্লক-এ, সেকশন-১৩ (হারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন), মিরপুর; নগর মাতৃসদন, জে-২, বর্ধিত পল্লবী, ভোলা বস্তির উল্টো দিকে, মিরপুর সাড়ে এগারো, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-১, বাড়ি-৯, ব্লক-ই, রোড-৬, আরামবাগ (আ/এ), সেকশন-৭, মিরপুর, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-২, জে-২, বর্ধিত পল্লবী, ভোলা বস্তির উল্টো দিকে, মিরপুর সাড়ে এগারো, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, বাড়ি-৬, ব্লক-এফ, রোড-৩, সেকশন-২, মিরপুর, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, ব্লক-এফ, রোড-৬, সেকশন-১, মিরপুর, ঢাকা।

অঞ্চল-৩ (মহাখালী): সূর্যের হাসি ক্লিনিক, হোল্ডিং নং গ-১০৭৬, ঈদগাহ জামে মসজিদ রোড, শাহজাদপুর; সূর্যের হাসি নেটওয়ার্ক, হাউস নং ৪৫, রোড নং ২, ব্লক-এ, আফতাবনগর। সূর্যের হাসি ক্লিনিক, ৪৬৬/১ শাহিনবাগ, (পশ্চিম নাখাল পাড়া)। নগর মাতৃসদন, নয়াটোলা পার্কের সামনে, গ্রিনওয়ে রোড, নয়াটোলা, মগবাজার। নগর স্বাস্থ্য কেন্দ্র-২, ৫৯৯, বড় মগবাজার, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ৫৯৪ মধুবাগ, মগবাজার, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, মহাখালী গ/১৬/এ, আমতলী, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, ১৭১ উত্তর বাড্ডা, ঢাকা।

অঞ্চল-৪ (মিরপুর-১০): গোলারটেক, দারুস সালাম থানা মাঠ, মিরপুর-১। ২৬/এ, আহম্মেদ নগর, পাইকপাড়া, মিরপুর-১। ২৭৭/১, মধ্য পীরেরবাগ, মিরপুর। ৬৭৪/১, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর। নগর মাতৃসদন, ৪/বি/বি, দ্বিতীয় কলোনি, মাজার রোড, মিরপুর-১, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-১, নেকি বাড়ির টেক, দ্বিতীয় কলোনি, হরিরামপুর, মিরপুর-১, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-২, বাড়ি-২৭, রোড-১১, কল্যাণপুর, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ১৯২/১, মধ্য পাইকপাড়া, মিরপুর-১, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, ৫৯১ উত্তর কাফরুল, চেয়ারম্যান বাড়ি, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, ৩৮৬, মুন্সি বাড়ি রোড, উত্তর ইব্রাহিমপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।

অঞ্চল-৫ (কারওয়ান বাজার): ১৩৬, তেজকুনিপাড়া, ফার্মগেইট, তেজগাঁও। ৫২/এ, পশ্চিম রাজাবাজার, শেরে বাংলা নগর; বাড়ি নং ৩২৪, রোড নং ৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর। নগর মাতৃসদন, ৩/৫ খ, বাঁশবাড়ি, মোহাম্মদপুর, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ৬৫/ভি, নুরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৬, পাল সমিতি, রায়েরবাজার, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৭, ৬৪ পশ্চিম আগারগাঁও, ঢাকা।

 

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা