X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

স্ত্রীর ভাইয়ের হাতে খুন সেই আবাসন ব্যবসায়ী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২০, ১৭:৫৪আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৭:৫৬

বাঁ থেকে তৃতীয় (সাদা শার্ট পরা) খুনি মিলন

স্ত্রীর বড় ভাই মিলনের সঙ্গে একইসঙ্গে রড মিস্ত্রি হিসেবে কাজ করতেন আবাসন ব্যবসায়ী আবুল খায়ের। ধীরে ধীরে আবুল খায়ের নিজে ঠিকাদারি ও আবাসন ব্যবসা গড়ে তুললেও তার স্ত্রীর ভাই মিলন এখনও রড মিস্ত্রি হিসেবেই কাজ করেন। বোন জামাইয়ের কনস্ট্রাকশন প্রকল্পের প্রধান শ্রমিক ছিল মিলন।  নিজে বোন জামাইয়ের মতো হতে না পারা এবং কাজের ৮ লাখ টাকা পাওনার জের ধরে তার মনে ক্ষোভ জন্মে। সেই ক্ষোভের কারণেই রড দিয়ে আবুল খায়েরকে পিটিয়ে হত্যা করেন তিনি। ভাটারা থানা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর হত্যার কথা স্বীকার করেছেন মিলন।আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

রবিবার (৯ আগস্ট) দুপুরে গুলশানে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, ‘মিলন একাই হত্যাকাণ্ডটি সংঘটিত করেন। তবে তিনি পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেননি। হিট অব দ্য মোমেন্টে তিনি প্রথমে  লোহার রড দিয়ে ও পরে নির্মাণ সামগ্রী কাঠ দিয়ে খায়েরের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে খায়েরের মৃত্যু হলে মিলন পালিয়ে যান।’

গত শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলকার এম ব্লকে একটি নির্মাণাধীন ভবন থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান সজীব বিল্ডার্সের মালিক আবুল খায়েরের (৫২) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী আবুল খায়েরের মেয়ে খাদিজা আক্তার স্বর্ণা বাদী হয়ে ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত শনিবার তথ্য প্রযুক্তির সহায়তায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকেই সন্দেহভাজন হিসেবে নিহত খায়েরের স্ত্রীর বড় ভাই মিলনকে (৪৪) গ্রেফতার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন মিলন।

উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘অভিযুক্ত মিলন ও ভিকটিম আবুল খায়ের দীর্ঘ ২৭ বছর ধরে একসঙ্গে কাজ করতেন। প্রথমে দুজনই ছিলেন নির্মাণ শ্রমিক। পরবর্তীতে খায়ের নির্মাণ প্রতিষ্ঠান গড়ে তোলেন। এতে আবুল খায়েরের ভাগ্য ফিরলেও মিলন খায়েরের সজীব বিল্ডার্সেই রড বাইন্ডার হিসেবে দৈনিক ৬০০ টাকা মুজরির বিনিময়ে কাজ করতেন।’

মিলনের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, সে তার বোন জামাইয়ের কাছে মজুরি হিসেবে প্রায় ৮ লাখ টাকা পেতেন। এই টাকা না দেওয়াতেও ভগ্নিপতি আবুল খায়েরের ওপর ক্ষোভ ছিল। এছাড়া ভবন নির্মাণের ক্ষেত্রে যে মুনাফা আসতো, তার কোনও ভাগই তাকে দিতো না খায়ের। এসব বিষয়ে ক্ষুব্ধ মিলন গত বৃহস্পতিবার বিকালে বোন জামাই খায়েরকে ডেকে ওই নির্মাণধীন ভবনে নিয়ে যান। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রড দিয়ে খায়েরের মাথায় আঘাত করে মিলন। এতে খায়ের পড়ে গেলে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে পালিয়ে যান মিলন।

পুলিশের উপ-কমিশনার  বলেন, ‘আমরা পারিপার্শ্বিক অবস্থা ও বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে নিশ্চিত হয়েছি, খায়েরের স্ত্রীর বড় ভাই মিলন এই হত্যার সঙ্গে জড়িত। হত্যার পর তার চাঁদপুর চলে যাওয়া এবং চাঁদপুর থেকে ঢাকা আসা এবং পুলিশের সঙ্গে লুকোচুরিতে সন্দেহ আরও বেড়ে যায়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সব দায় স্বীকার করেন।’

 

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া