X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভিয়েতনামে নির্যাতনের শিকার সুমনের দেশে ফেরার আকুতি

চৌধুরী আকবর হোসেন
১৫ আগস্ট ২০২০, ২৩:২৩আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২৩:৩৬

নির্যাতনের শিকার হওয়া সুমন বেশি বেতনে কাজের পাবার আশায় দালালের প্রলোভনে পড়ে ভিয়েতনামে গিয়েছিলেন মো. সুমন মিয়া। ভাগ্য বদলের পরিবর্তে সুমনের জীবনে নেমে আসে অন্ধকার। ভিয়েতনামে থাকা পাচারকারী চক্র তাকে নির্যাতন করতে থাকে ক্রমাগত। তাকে জিম্মি করে দেশে থাকা তার মায়ের কাছ থেকে আদায় করা হয় টাকা। কয়েকজন বাংলাদেশির সহায়তায় জীবন বাঁচিয়ে ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে যায় সে। তবে দেশের ফিরতে বিমানের টিকিটের টাকা না থাকায় আটকে আছে সে।

ভিয়েতনামে পাচারের শিকার সুমনের গ্রামের বাড়ি  হবিগঞ্জ। ২০১৯ সালে দালালের প্রলোভনে পড়ে ৩ লাখ ৫০ হাজার টাকা দিয়ে ভিয়েতনাম যায়। গিরন্ট সরকার নামের এক দালাল ঢাকা বিমানবন্দরে বডি কন্ট্রাক করে কম্বোডিয়া পাঠায় তাকে। কোনও কাজ দেওয়া হয় না সুমনকে। বরং সেখানে থাকা ফয়েজ তাকে জিম্মি করে, নির্যাতন করতে থাকে। পরবর্তীকালে দেশে থাকা সুমনের পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা নেয় দালাল ফয়েজ। তবে তাতেও মুক্তি মেলেনি সুমনের, উল্টো তাকে আরেক দালাল শরিফের কাছে বিক্রি করে দেয়।

এবার দালাল শরিফ ৫০ হাজার টাকা নিয়ে আবার সুমনকে ভিয়েতনামে পাঠায়। তাতেও ভাগ্য বদলায় না সুমনের, ভিয়েতনামে থাকা দালাল আতিক জিম্মি করে নির্যাতন করে তাকে। আবার ৫০ হাজার টাকা দিতে বাধ্য হয় দেশে থাকা সুমনের মা।

তাতেও মুক্তি মেলে না সুমনের, তাকে আরেক দালাল সাইফুলের  হস্তান্তর করা হয়। সাইফুল নির্যাতন চালিয়ে সুমনের পরিবারের কাছ থেকে ৪০ হাজার টাকা আদায় করে। আবার সুমনকে এক ভিয়েতনামি নারীর বিক্রি করে দেওয়া হয়। টাকার জন্য আবার শুরু হয় নির্যাতন। ১৬ শত মার্কিন ডলার দিয়ে মুক্তি পায় সুমন।

পরে কয়েকজন বাংলাদেশির সহায়তায় জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশ দূতাবাসে। গত এক মাস ধরে বাংলাদেশ দূতাবাসের অধীনে আছেন সে।

সুমন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘আমাকে নির্মম নির্যাতন করা হয়েছে। আমাকে হাত, পা বুক কোথাও বাকি নাই যে মারেনি। তারা আমাকে মেরে মেরে দেশে থেকে টাকা আনতে বাধ্য করেছে। এখন আমি খেতে পারি না, খাওয়ার পর বমি হয়। বাঁচবো কি না জানি না।’

দেশে ফেরা প্রসঙ্গে  সুমন মিয়া বলেন, দূতাবাস একটা  জায়গায় আমাদের থাকার জায়গা দিয়েছে, কিন্তু খাওয়ার কোনও ব্যবস্থা নেই সেখানে। যার যার নিজের টাকায় খেতে হয়। আমার টাকা নেই, আমি অন্য মানুষের কাছ থেকে চেয়ে, ধার করে কোন রকমে খেয়ে না খেয়ে বেঁচে আছি। ভিয়েতনামে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে একটা ফ্লাইট দেওয়া হবে। দূতাবাস জানিয়েছে আমি যদি টিকিটের টাকা দেই তাহলে আমাকেও দেশে যাওয়ার সুযোগ দেওয়া হবে। ১৬ আগস্টের মধ্যে বিমান টিকিট বাবদ ২৫,২৩০ টাকা দিলে দেশে ফিরতে পারবো। আমার বিএমইটি কার্ড না থাকায় দূতাবাস কোন সাহয্য করতে পারবে না বলে দিয়েছে। আমি বলেছিলাম, দেশে ফিরে কাজ করে টাকা শোধ করবো। আমি তো বাংলাদেশের নাগরিক, আমি কি নিজের দেশেও ফিরে যেতে পারবো না।

সুমন মিয়া বলেন,  আমার অসুস্থ মা দেশে বিভিন্ন মানুষের কাছে চেয়ে ১৫ হাজার টাকা জোগাড় করতে পেরেছে। আরও ১০ হাজার ২৩০ টাকা। আমি দেশে ফিরতে চাই, আমি বাঁচতে চাই।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা
অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না