X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এমপি প্রার্থিতার কথা ভাবছি: নুর

ঢাবি প্রতিনিধি
২৩ আগস্ট ২০২০, ০২:৫৫আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০২:৫৭

ডাকসু ভিপি নুরুল হক নুর ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার কথা ভাবছেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর। এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তার সংগঠন। তবে, সংগঠনের মধ্যে আলোচনা চলছে। যদি নির্বাচনে প্রার্থী হন, তাহলে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন নুর নিজেই।

প্রসঙ্গত, গত ৯ জুলাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন মারা যান। তিনি ঢাকা-১৮ আসনের এমপি ছিলেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়ে যায়। ওই আসনে এখন উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে।

কেন ছাত্র জীবন শেষ না হওয়ার আগেই জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ভাবনা? জানতে চাইলে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে দেশে গণতন্ত্র নেই। জনগণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। যে কারণে ভোটকেন্দ্রে যেতে জনগণের অনীহা। সব দিক বিবেচনা করে নির্বাচনে একটি উৎসবমুখর পরিবেশ এবং মানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার জন্যই এমন ভাবনা বলে জানান নুর।

নুর বলেন, ‘নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আলোচনা চলছে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের ক্ষেত্রে দুটি বিষয় হতে পারে। প্রথমত, জনগণের জাগরণে যদি আন্দোলন হয় সেটা। দ্বিতীয়ত, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে, সরকারের দমন-পীড়ন এবং নির্যাতনের কারণে মানুষ ওইভাবে সংগঠিত হতে পারছে না। কিন্তু নির্বাচন একটি ক্ষেত্র হতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে মানুষ ভোটকেন্দ্র থেকে সংগঠিত হতে পারে। সে চিন্তা-ভাবনা থেকে আমাদের অনেকের মধ্যে একটি ইতিবাচক আলোচনা চলছে। সবাই বলছে, ঢাকা যেহেতু মূল কেন্দ্র, এখান থেকে কিছু করা সম্ভব হবে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে নির্বাচনের বিষয়ে মানুষের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে। দুটি দলের দমন-পীড়ন, লুটপাটের রাজনীতি মানুষ দেখেছে। যে কারণে এদের প্রতি মানুষের আস্থা নেই। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এটা ঠিক। দেখা যায়, তাদের বেশিরভাগ নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। এ কারণে তারা কাউকে এজেন্ট ঠিক করলেও ভোটের রাতে যখন ওই ব্যক্তিকে গ্রেফতারের হুমকি দেওয়া হয়, তখন সে চাইলেও কেন্দ্রে যেতে পারে না। এখানে বিএনপির দুর্বলতা রয়েছে। দলটি যেহেতু দীর্ঘদিন ক্ষমতার বাইরে এবং স্থানীয় রাজনীতিতেও তারা টিকে থাকতে হলে স্থানীয় যারা আছে, তাদের সঙ্গে একটু সমঝোতা করে মাঠে থাকতে হয়। সে কারণে অনেক শক্ত ভূমিকা পালন করতে পারে না। এ কারণে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিয়ে দেয়। নির্বাচনের মাঠে যদি জনগণের শক্ত মনোভাব সৃষ্টি করা যায়, ভোটররা কেন্দ্রে যাবে। তখন পুলিশ, সেনাবাহিনী যারাই থাকুক না কেন, কেউ ভোটে কারচুপি করতে সাহস পাবে না। এখন তো রাষ্ট্রীয় অর্থ খরচ করে তামাশার নির্বাচন হচ্ছে। সে ক্ষেত্রে জনগণেরও উচিত একটি শক্ত প্রতিরোধ গড়ে তোলা। তবে, আমরা বিশ্বাস করি আমাদের ওপর জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে। সুতরাং যদি নির্বাচনে অংশ নিই, তাহলে নির্বাচনে উৎসবমুখর পরিবেশ তৈরি করার চেষ্টা করবো।’

কোনও রাজনৈতিক দলে যোগদান না করে স্বতন্ত্রপ্রার্থিতা করবেন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেন, ‘বিশেষ করে আমরা যেহেতু একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে চাই, সেক্ষেত্রে কোনও রাজনৈতিক দলে যাবো না। যদি নির্বাচনে অংশ নিই, তাহলে স্বতন্ত্রপ্রার্থী দাঁড়াবো। দিনের আলোর মতো সত্য যে, বর্তমান সরকারের আমলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করা একটা দুঃস্বপ্নের মতো। তারপরও নির্বাচনে উৎসবমুখর পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করবো। কারণ অন্ধকারের মধ্যেই তো মানুষ আলো খোঁজে। আর কেউ পারছে না, তাই বলে আমরাও পারবো না, তা কিন্তু নয়। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে দেখবো।’

জাতীয় নির্বাচনে আর্থিক সাপোর্ট কীভাবে সামলাবেন?- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নিতে অনেক টাকার প্রয়োজন হয়, এটা আমাদের দেশের মানুষের ভ্রান্ত ধারণা। কেউ চাইলে কোটি কোটি টাকা খরচ করতে পারে। এটা নির্ভর করে যার যার স্ট্র্যাটেজির ওপর। তারপরও নির্বাচন করতে কিছু অর্থের প্রয়োজন হয়, যেহেতু আমাদের একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে। সেক্ষেত্রে আমি ছাত্র হলেও আমাদের সঙ্গে বিভিন্ন পেশাজীবী মানুষের সমর্থন রয়েছে। আমাদের প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার গঠন করা হয়েছে। এভাবে আরও অনেকের সমর্থন পাওয়া যাবে।’

নির্বাচিত হলে ক্ষমতাসীন দলের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারবেন কিনা, যেটা ডাকসুতে পারেননি, বলে বার বার অভিযোগ করে আসছিলেন, এ বিষয়ে নুর বলেন, ‘নির্বাচন করে এলাকার উন্নয়ন করবো সে চিন্তা-ভাবনাকে কেন্দ্র করে নয়। বরং মানুষের যে ভোটাধিকার, তা নিশ্চিত করাই হবে আমাদের চিন্তা ভাবনা। কাজ করার ক্ষেত্রে ঢাকা সিটি করপোরেশন রয়েছে। এর আশপাশের এলাকার এমপিরা রয়েছেন। চাইলেই আমি যে ওই এলাকাকে উন্নয়নের রোল মডেল বানিয়ে ফেলতে পারবো, তা সম্ভব নয়। কাজ করলে সেটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে করতে হবে।’ নির্বাচনে অংশ নিলেও ইশতিহারে কোনও ফুলঝুরি থাকবে না বলে জানান তিনি।

 

/এসআইআর/টিটি/
সম্পর্কিত
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা শিশু হাসপাতালে আগুন
সর্বশেষ খবর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী