X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইউজিসি’র সদস্য পদে নিয়োগ পেলেন রাবি অধ্যাপক বিশ্বজিৎ চন্দ

রাবি প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:১০

রাবি অধ্যাপক বিশ্বজিৎ চন্দ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ চন্দ। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়। তার সঙ্গে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক আবু তাহের।

 প্রজ্ঞাপনে বলা হয়, আগামী চার বছরের জন্য রাবি অধ্যাপক বিশ্বজিৎ চন্দ ও চবি’র ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক আবু তাহেরকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে সরকার প্রয়োজন মনে করলে এই নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেও সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 অধ্যাপক বিশ্বজিৎ চন্দ জানান, বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোন করে ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি তাকে নিশ্চিত করা হয়। যোগদান করতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেও জানান তিনি।

অধ্যাপক বিশ্বজিৎ বলেন, আসলে এটি কেবল আমার জন্য নয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মানের। সবার কাছে দোয়া প্রার্থনা করি যাতে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি।

 প্রসঙ্গত, অধ্যাপক বিশ্বজিৎ চন্দ লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার বাবা নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। মা ঊষা রাণী চন্দ্র একজন স্কুলশিক্ষিকা।

কর্মজীবনে অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য, রাবি আইন অনুষদের দুই মেয়াদে ডিন, সেন্টার অব এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিয়ের পরিচালক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

/টিএন/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া