X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এমপিওভুক্ত শিক্ষকদের এক দফা: মুজিববর্ষে জাতীয়করণ ঘোষণা

এস এম আববাস
০৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:২১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৮

বাংলাদেশ শিক্ষক সমিতি দেশে একমুখী শিক্ষা ব্যবস্থা চালুর লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা দর্শন অনুযায়ী ‘শিক্ষা জাতীয়করণ’ এক দফা দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।  আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে পত্র দিয়ে জাতীয়করণ ঘোষণা দেওয়ার আহ্বান জানাবেন শিক্ষক নেতারা।





বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালুর লক্ষ্যে শিক্ষক দিবসে প্রধানমন্ত্রীর ঘোষণা পেতে গত ৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু করেন শিক্ষক নেতারা।  রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে সব জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। শিক্ষক দিবসে (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করবেন তারা।
এই সংক্ষিপ্ত কর্মসূচি বাস্তবায়ন করবে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরাম।  
বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের মুখপাত্র নজরুল ইসলাম রনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ ছিল বৈষম্যহীন সমাজব্যবস্থা, বৈষম্যহীন শিক্ষা।  তিনি বেঁচে থাকলে অনেক আগেই হয়তো শিক্ষা জাতীয়করণ করা হতো। শিক্ষা জাতীয়করণ করা প্রয়োজন এদেশের শিক্ষার্থীদের জন্য, অভিভাবকদের জন্য, শিক্ষক-কর্মচারীদের জন্য এবং বাংলাদেশের সকল নাগরিকের জন্য। শিক্ষা জাতীয়করণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের নাগরিক তৈরির জন্য। ’
তিনি আরও বলেন, ‘একবারে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান হয়ত জাতীয়করণ সম্ভব নয়। তবে মুজিববর্ষে ঘোষণা দিয়ে পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা সম্ভব।  জাতীয়করণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের বৈষম্য দূর করতে হবে। ‘
দেশের শিক্ষায় বৈষম্য দূর করার স্বার্থে শিক্ষক দিবসে এক দফা দাবি ‘শিক্ষা জাতীয়করণ’ ঘোষণার দাবিতে বলা হয়, মুজিববর্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা দিতে হবে।  পর্যায়ক্রমে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করতে হবে।
শিক্ষক দিবসের দাবি একদফা দাবির পাশাপাশি শিক্ষকদের বৈষম্য তুলে ধরেন শিক্ষক নেতারা। এতে বলা হয়, বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকরা দীর্ঘ ২৮ বছরেও এমপিওভুক্ত হতে পারেনি। এছাড়াও এমপিওভুক্তি প্রক্রিয়া সরকারের জন্য অলাভজনক ও শিক্ষক-কর্মচারীদের ভোগান্তির পদ্ধতি। এমপিও’র টাকা দিয়ে জাতীয়করণ করা সম্ভব। বেতন বৈষম্যসহ নানাবিধ কারণে শিক্ষক সমাজে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এছাড়া ক্ষেত্র বিশেষে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির প্রভাবে শিক্ষক নির্যাতন ও দুর্নীতি এখন চরম পর্যায়ে। এতে শিক্ষাবান্ধব সরকারের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হচ্ছে। তাই জাতীয়করণ এখন সময়ের দাবী এবং তা বঙ্গবন্ধু কন্যার হাত দিয়েই সম্ভব।

 



/এমআর/
সম্পর্কিত
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সাপ্তাহিক ছুটি কমতে পারে
শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন চলতে পারে না: মানবাধিকার কমিশন
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়