X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত হচ্ছে অনলাইন এডুকেশন: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২০, ১৭:০০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৭:০২

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি শিক্ষানীতিতে অনলাইন শিক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত করোনাকালে ‘ই-লার্নিং’ শীর্ষক অনলাইন আলোচনায় তিনি এ কথা জানান।
সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমাদের যে শিক্ষানীতি আছে সেটি ২০১০ সালের। পৃথিবী এখন দ্রুত বদলাচ্ছে। দশ বছর অনেক সময়। অনলাইন নিয়ে আমাদের শিক্ষা নীতিতে খুব বেশি কিছু নেই। কিন্তু অনেক কিছু তো বদলে গেছে। সে কারণেই এডুকেশন পলিসিকে রিভাইস করার উদ্যোগ ইতোমধ্যেই নিয়েছি।’
কোভিড-১৯ পরিস্থিতির পরও অনলাইন শিক্ষা থাকবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘পাঁচ বছর বাদে অনলাইন এডুকেশনে আমাদের যেতেই হতো, সেটি এখনই আমরা করছি। এর অর্থ হলো কোভিড পরিস্থিতি চলে গেলেও অনলাইন এডুকেশন ব্যবস্থা থাকবে। আমরা ক্লাস রুমেও ক্লাস করবো, অনলাইন এডুকেশনও চালু রাখবো। ’
অনলাইন শিক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে আজকে কেউ একজন কর্মজগতে প্রবেশ করছে, সেখানে দ্রুত নতুন দক্ষতা অর্জনের প্রয়োজন হবে। তার নিজের দক্ষতাকে বাড়িয়ে নেওয়ার প্রয়োজন হবে। তখন কিন্তু আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে এসে তার শেখার সুযোগ হবে না। কিভাবে সে তার দক্ষতাকে বাড়িয়ে নেবে, তার সুযোগ করে দেবে অনলাইন এডুকেশন। ’ জ্ঞানের নানাবিধ শাখায় বিচরণ করতেই অনলাইন এডুকেশন জরুরি বলে উল্লেখ করেন দীপু মনি।
‘ই লার্নিং’ ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি অব সারে’ এর উপ-উপাচার্য অধ্যাপক ওসামা খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ।
আলোচনায় অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. কারম্যান জেড লামাংনা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মুরাদ হোসেন মোল্লা, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি’র ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমদ, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইশতিয়াক আজিম প্রমুখ।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
আইপিএল নিয়ে আফসোস আছে শরিফুলের
আইপিএল নিয়ে আফসোস আছে শরিফুলের
চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী
চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী
নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক
নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট