X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টেলিকম নেটওয়ার্কের মানোন্নয়নের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৬

টেলিকম নেটওয়ার্কের মানোন্নয়নের দাবিতে মানববন্ধন টেলিকম নেটওয়ার্কের মানোন্নয়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে প্রতিযোগিতায় আনার দাবিসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

তাদের দাবিগুলো হচ্ছে—অপারেটর অনুপাতে তরঙ্গ বরাদ্দ দিয়ে নেটওয়ার্কের মানোন্নয়ন করা; তরঙ্গের দাম কমিয়ে অপারেটরদের কল রেট ও ডাটার মূল্য কমাতে বাধ্য করা; সরকারি প্রতিষ্ঠানসমূহকে যথোপযুক্ত কারিগরি আধুনিকায়ন ও সম্প্রসার করা; টেলিটকের উন্নয়নে কমপক্ষে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া; সব প্রতিষ্ঠানে টেলিটক ব্যবহার বাধ্যতামূলক করা; সহকারী সম্পাদক প্রতিষ্ঠানগুলোতে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করা; বিটিসিএলকে জবাবদিহিতার আওতায় এনে গ্রাহকবান্ধব করা; বিটিসিএলের ৫ এমবিপিএস গতির ইন্টারনেটের দাম ১০০ টাকা এবং ১০ এমবিপিএস গতির মূল্য ২০০ টাকা নির্ধারণ করে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট প্রসারে কার্যক্রম শুরু করা; টেসিসকে কার্যকর করে আন্তর্জাতিক মানের অ্যাক্সেস তৈরির উপযোগী করে গড়ে তোলা; অপারেটরদের বিনাশুল্কে হ্যান্ডসেট আমদানির সুযোগ দিয়ে ভারতের জিও’র মত এক হাজার ৫০০ টাকায় ফোর-জি হ্যান্ডসেট ও সংযোগ প্রদানের ব্যবস্থা করা এবং নেটওয়ার্কের মানোন্নয়নে এক সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনা প্যানডেমিকের মধ্যে সবকিছুই চলে, কিন্তু চলে না শুধু শিক্ষা ব্যবস্থা। শিক্ষা খাত আজ ধনীদের দখলে। উচ্চমূল্যের ডেটা ও ডিভাইস দরিদ্র জনগোষ্ঠী কিনতে পারছে না। কিন্তু সরকার এ বিষয়ে আন্তরিক না। আজ সরকারি প্রতিষ্ঠানগুলোর ভুলনীতি ও মূলনীতি না মানার কারণে এবং কমিশন বাণিজ্যের কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার চক্রান্ত চলছে। টেলিটককে আজ বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় না এনে একেও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। প্রাকৃতিক সম্পদ তরঙ্গকে কুক্ষিগত করে রেখে নেটওয়ার্ক ব্যবস্থাকে ভেঙে ফেলার সব ব্যবস্থাই করা হয়েছে।

মানববন্ধনে আরও বলা হয়, এই সংকট নিরসনে গত ১৮ আগস্ট আমরা একটি সংবাদ সম্মেলন করি এবং ২০ আগস্ট প্রধানমন্ত্রীকে পরিস্থিতি সম্পর্কে একটি স্মারকলিপি দিয়ে দ্রুত সংকট নিরসনের দাবি জানাই। কিন্তু আজ পর্যন্ত এ ব্যাপারে কোনও উদ্যোগ সরকার নিয়েছে বলে আমরা লক্ষ করিনি। একইসঙ্গে শিক্ষার্থীদের বিনামূল্যে হ্যান্ডসেটসহ ফ্রি ইন্টারনেট দিতে অনুরোধ করেছিলাম। গত সপ্তাহ থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটক ১০০ টাকায় সারা মাস ইন্টারনেট সেবা দিচ্ছে শিক্ষার্থীদের। এটি ভালো খবর হলেও টেলিটকের নেটওয়ার্ক সারাদেশে বিস্তৃত না থাকা ও মানসম্মত না হওয়ায় শিক্ষার্থীরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমদ, প্রযুক্তি বিশেষজ্ঞ প্রকৌশলী আবু সালেহ, বাংলাদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অ্যাড. ইয়ারুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. আবু বককর সিদ্দিক প্রমুখ।

 

 

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা