X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রিকশাচালককে মারধরে বাধা দেওয়ায় ‘রগকাটা গ্রুপ’ খুন করে সোহাগকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩০

গ্রেফতার দুজন রিকশাচালককে মারধরে বাধা দেওয়ায় রাজধানীর উত্তরায় কিশোর গ্যাংয়ের রগকাটা গ্রুপের হাতে খুন হয় কলেজ শিক্ষার্থী সোহাগ (২০)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন র‍্যাব-১ এর অধিনায়ক শাফী উল্লাহ বুলবুল এই তথ্য জানান।

২২ সেপ্টেম্বর ভোর রাতে ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখান থানাধীন মোল্লারটেক নামক স্থানে অভিযান পরিচালনা করে আসামি মাহবুবুল ইসলাম ওরফে কাটার  (২০) ও হৃদয় (২২)। এসময় গ্রেফতারকৃত কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

২৭ আগস্ট রাত সাড়ে ৮টায় রাজধানীর উত্তরখানের বাজাবাড়ি খ্রিস্টানপাড়া রোডের ডাক্তার বাড়ি মোড়ে কিশোর গ্যাংয়ের হাতে খুন হয় উত্তরা পাললিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী সোহাগ।

অধিনায়ক শাফী ইল্লাহ বুলবুল বলেন, হত্যার সঙ্গে জড়িত ও  হত্যার প্রধান দুই আসামি কাটার রাসেল ও হৃদয় গ্রেফতার করা হয়েছে।

হত্যার কারণ হিসেবে র‍্যাব জানায়, রিকশার চাকা থেকে কাদা ছিটকে হৃদয়ের গায়ে লাগলে সে ক্ষিপ্ত হয়ে রিকশাচালককে মারধর করতে থাকে। রিকশাচালকে এভাবে মারতে দেখে ভিকটিম সোহাগ এগিয়ে আসে। এ ঘটনা মেনে নিতে না পেরে হৃদয় ও রাসেল ক্ষিপ্ত হয়ে ফোন দিয়ে তাদের গ্যাংয়ের অন্যান্য সদস্য নাদিম সানি, মেহেদী, সাদ, সাব্বিরসহ বেশ কয়েকজনকে ডেকে নিয়ে আসে এবং সবাই মিলে ভিকটিম সোহাগের ওপর চড়াও হয়। এসময় নাদিমের কাছে থাকা ধারালো ছোরা দিয়ে রাসেল আঘাত করে সোহাগকে। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনার পর নিহতের বড়ভাই উত্তরখান থানায় মামলা করেন।

খুন হওয়া সোহাগ

মাহবুবুল ইসলাম ওরফে রাসেল ওরফে কাটারকে জিজ্ঞাসাবাদে জানায়, সে আলিয়া মাদ্রাসায় দাখিল পর্যন্ত পড়াশুনা করে। বর্তমানে সে উত্তরা একটি কলেজে দ্বিতীয় বর্ষে পড়ে। সে হৃদয়ের নেতৃত্বাধীন কিশোর গ্যাং গ্রুপ দ্য বস বা হৃদয় গ্যাং নামেও পরিচিত। হৃদয়ের গ্যাংয়ের সঙ্গে পরিচয় হওয়ার পর তাদের সঙ্গে চলাফেরা করতে কোনও ঝামেলা হলেই সে পায়ের রগ কাটার ভয় দেখাতো। ঘটনার পর গ্রেফতার হওয়া রাসেল গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন স্থানে। কোনও স্থানে সে এক-দুই দিনের বেশি অবস্থান করতো না। এক পর্যায়ে সে দেশ ছাড়ার পরিকল্পনা করে।

হৃদয় জিজ্ঞাসাবাদে জানায়, সে ষষ্ঠ শ্রেণির পড়াশুনা বাদ দিয়ে উত্তরায় একটি ওয়ার্কশপে কাজ শুরু করে। তার সঙ্গে রাসেল, নাদিম, সানি, মেহেদী, সাদ, সাব্বিরসহ এলাকার উঠতি বয়সের কিশোরদের সুসম্পর্ক থাকায় সবাইকে নিয়ে কিশোর গ্যাং ‘দ্য বস’ প্রতিষ্ঠা করে এবং তার নেতৃত্ব দেয়। এই গ্যাংয়ের লিডার হিসেবে তার নামে হৃদয় গ্যাং নামেও এটি বহুল পরিচিত। এই গ্রুপের সদস্য প্রায় ১০/১২ জন। ঘটনার পর থেকে সবাইকে আত্মগোপনে যাওয়ার নির্দেশ দিয়ে সে আত্মগোপন করে।

 

/এআরআর/এসটি/
সম্পর্কিত
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট