X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিছানা থেকে নিখোঁজ শিশুর লাশ পাওয়া গেলো পাশের বাসার গোসলখানায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৪

 

কড়াইল বস্তি (ছবি: সাজ্জাদ হোসেন) রাজধানীর বনানীর জামাইবাজার এলাকায় কড়াইল বস্তির একটি গোসলখানা থেকে নুসরাত জাহান মিম (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে খবর পেয়ে বনানী থানার উপ-পরিদর্শক এসআই জাহিদুল ইসলাম মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে নিয়ে আসেন।

তিনি জানান, কড়াইল বস্তির একটি ভাড়া বাসার গোসলখানা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। শিশুটির গলায় লালচে দাগ দেখা গেছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে কিনা ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা বলা যাবে।

শিশুটির মা রোকসানা আক্তার জানান, সকালে ঘুম থেকে উঠে বাসাবাড়িতে কাজের উদ্দেশে তিনি বের হন। মিমের বাবা লিটন মিয়া পেয়ারা বিক্রি করেন। তিনি মেয়েসহ বাসায় ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে ঘরের বাইরে আসেন। ঘরে ফিরে মিমকে দেখতে না পেয়ে তার মাকে মোবাইলে ফোন দেন। পরে রোকসানা বাসায় ফিরে তারা খোঁজাখুঁজি করতে থাকেন। এলাকায় মাইকিংও করা হয়। পরে পাশের ভাড়া বাসার গোসলখানায় মিমকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। তখন পুলিশকে খবর দেওয়া হয়।

শিশুটির মায়ের অভিযোগ , ‘আমার মেয়েকে কেউ শ্বাসরোধে হত্যা করে গোসলখানায় ফেলে রেখেছে। আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের খুঁজে বের করে যেন আইনের মাধ্যমে তার বিচার হয়।’

মৃত নুসরাত জাহান মিম নরসিংদী জেলার রায়পুরা থানার রাতলী সিংরাপুর গ্রামের লিটন নিয়ার মেয়ে। কড়াইল বস্তিতে হিমেলা বেগমের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়াবাসায় থাকতো সে। এক ভাই এক বোনের মধ্যে মিম ছিল ছোট।



 

/এআইবি/এআরআর/এফএস/
সম্পর্কিত
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া