X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কন্যাশিশুরা নিরাপদ হবে কবে

উদিসা ইসলাম
৩০ সেপ্টেম্বর ২০২০, ০২:০০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৭

শিশু নির্যাতন দেশে মহামারি করোনার মধ্যে শিশুধর্ষণ, নির্যাতন, বাল্যবিয়ের মতো অপরাধ বেড়ে যাওয়ায় শঙ্কা প্রকাশ করছে শিশু অধিকার সংগঠনগুলো। তাদের মাসিক প্রতিবেদনে বেরিয়ে আসছে মহামারিকালেও ঘরের মধ্যেই অনিরাপদ হয়ে উঠছে কন্যাশিশুরা। শিশু অধিকারকর্মীরা বলছেন, এ ধরনের অপরাধে পরিবারের সদস্যরা বেশি যুক্ত থাকায় বড়রা সহজে মুখ না খোলার কারণে এবং বিচার নিশ্চিত না হওয়ায় কোনোভাবেই নিরাপদ হচ্ছে না কন্যাশিশুরা।

কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ ও তার প্রতি সমাজ ও পরিবারের বৈষম্যহীন আচরণের বিরুদ্ধে দাঁড়াতে প্রতি বছর দেশে পালিত হয় জাতীয় কন্যাশিশু দিবস। কন্যাশিশুর প্রতি জেন্ডারভিত্তিক বৈষম্য রোধে ও সব ধরনের অধিকার প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে ২০০০ সালে তৎকালীন সরকারের মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয় একটি সরকারি আদেশের মাধ্যমে শিশু অধিকার সপ্তাহের তৃতীয় দিনকে কন্যাশিশু দিবস হিসেবে পালনের ঘোষণা দেন। তখন থেকেই প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। তবে সরকারের সুবিধামতো সময় দিবসটি উদযাপন করা হয়। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহর অনুষ্ঠানের সঙ্গে সমন্বয়ক্রমে ঢাকায় জাতীয় কন্যাশিশু দিবস আগামী ৬ অক্টোবর উদযাপন করা হবে। এ বছরে কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ‘আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার’।

মানুষের জন্য ফাউন্ডেশন বলছে, কেবল জুন মাসে বাল্যবিয়ে ও শিশু নির্যাতনের হার গত এপ্রিল ও মে মাসের তুলনায় বৃদ্ধি পেয়েছে। শুধু জুনেই ৪৬২টি কন্যাশিশু বাল্যবিয়ের শিকার হয়েছে। মে মাসে বাল্যবিয়ের সংখ্যা  ছিল ১৭০টি এবং বন্ধ করা হয়েছিল ২৩৩টি। ১২ জুলাই ‘শিশু ও নারীর প্রতি নির্যাতন’ শীর্ষক প্রতিবেদনে তারা এসব তথ্য তুলে ধরে।

এদিকে, বাংলাদেশ মহিলা পরিষদের দেওয়া তথ্য বলছে, দেশে আগস্ট মাসে ১০৪ জন ধর্ষণের শিকারসহ মোট ২৪৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এদের মধ্যে ৯৬ জন কন্যাশিশু; যাদের বয়স ১৮ বছরের নিচে।

ব্রেকিং দ্য সাইলেন্স-এর নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা মেনে করেন আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়া কন্যাশিশুদের ওপর নির্যাতন অব্যাহত থাকার অন্যতম কারণ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহামারিতে যখন কিনা স্বাস্থ্য এবং বেঁচে থাকার লড়াইয়ে সবাই ব্যস্ত, সে সময়েও একের পর এক নির্যাতনের খবরে আমি বিস্মিত, উদ্বিগ্ন। কোনও পরিস্থিতিতেই শিশুকে নিরাপদ রাখতে না পারার মূল কারণ দুর্বল রাষ্ট্রীয় কাঠামো ও আইন ব্যবস্থার সঠিক ব্যবহার না হওয়া। আমরা সবসময় বলার চেষ্টা করছি, ধর্ষণের ঘটনায় বিচার হতে হবে দ্রুত। যেকোনও ধরনের দীর্ঘসূত্রিতা আরেকটি ঘটনা ঘটার সুযোগ তৈরি করে দেয়।’

কন্যাশিশুরা বড়দের বাজে স্পর্শ বুঝতে পারে। কিন্তু তারা অভিভাবকদের কাছে তা বলতে পারে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের গবেষণা ও পর্যবেক্ষণগুলো বলছে, পরিবারের ভেতরেই প্রথম একটি কন্যাশিশু যৌন হয়রানির শিকার হয়। এমনকি তার কাছের ও পারিবারিকভাবে বিশ্বাসের মানুষের দ্বারা সে যৌন নিপীড়নের শিকার হওয়ায় কারও কাছে মুখ ফুটে বলতেও পারে না।’

আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালন নূর খান মনে করেন, আইনি ব্যবস্থার দুর্বলতার কারণেই এ ধরনের অপরাধ কমানো যাচ্ছে না। তিনি বলেন, ‘শিশুদের বিষয়গুলো আরও বেশি সংবেদনশীলতার সঙ্গে দেখা প্রয়োজন। অথচ আমাদের সমাজ, রাষ্ট্র শিশুবান্ধব না হওয়ায় শিশুকে নানা প্রতিকূলতার মধ্য দিয়েই যেতে হচ্ছে। ধর্ষণ, নারী নিপীড়নের মতো ঘটনা করোনা মহামারি বা অন্য কোনও কিছুতে কমবে এটা আশা করার কারণ নেই। কারণ অপরাধগুলোতো বরাবরই বেশিরভাগ ঘরেই সংঘটিত হচ্ছে। এখন দরকার সেগুলোকে অপরাধ হিসেবে চিহ্নিত করা ও বিচার নিশ্চিত করা।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি